রাজধানীর যাত্রাবাড়ীর নবীনগর এলাকার একটি বাসায় নীলু মারজান (মুন্নি) (২৫) নামে এক নারীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
রোববার (২৫ জানুয়ারি) দুপুর পৌনে একটার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের মা বিউটি আক্তার বলেন, আমার মেয়ের জামাই পেশায় গাড়ি চালক। তাদের স্বামী-স্ত্রী কলহের জেরে আমার মেয়ে নিজ রুমে গিয়ে সিলিং ফ্যানে সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেয়। পরে আমরা খবর পেয়ে আমার মেয়েকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে।
তিনি আরও বলেন, আমাদের গ্রামের বাড়ি নোয়াখালী জেলার সোনাইমুড়ি থানায়। সে মো. ইসমাইল হোসেনের মেয়ে। বর্তমানে পশ্চিম যাত্রাবাড়ী নবীনগর এলাকায় স্বামী রবিনের সঙ্গে ভাড়া থাকত। আমার মেয়ের একমাত্র মেয়ের সন্তান আছে। আমার তিন মেয়ে ও দুই ছেলে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক)মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল জরুরি বিভাগে মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।