রবিবার, ২৫ মে ২০২৫, ০৫:১৪ অপরাহ্ন

ইশরাক হোসেনকে শপথ না করানোয় নগর ভবনের সামনে বিক্ষোভ

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ মে, ২০২৫

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়রের দায়িত্ব ইশরাক হোসেনকে বুঝিয়ে দেওয়ার দাবিতে নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দা ও সমর্থকরা।

বুধবার (১৪ মে) সকাল থেকে গুলিস্তানে ডিএসসিসির প্রধান কার্যালয়ের সামনে অবস্থান নেন তারা। বিক্ষোভকারীদের দাবি, আদালতের রায় ও নির্বাচন কমিশনের গেজেট অনুযায়ী ইশরাক হোসেন বৈধ মেয়র, তাই অবিলম্বে তাকে শপথবাক্য পাঠ করিয়ে দায়িত্ব গ্রহণ করতে দিতে হবে।

“শপথ না হলে আরও কঠোর কর্মসূচি”
বিক্ষোভকারীরা বলেন, “আমরা একজন নির্বাচিত, বৈধ মেয়রের শপথ চাইছি—এটা কোনো অন্যায় দাবি নয়। সরকার যদি আজকের মধ্যেও শপথ অনুষ্ঠান না করে, তাহলে আমরা আরও কঠোর কর্মসূচিতে যাবো।” তারা আরও অভিযোগ করেন, ২০২০ সালের নির্বাচনে প্রকৃত বিজয়ী ছিলেন ইশরাক হোসেন, কিন্তু তখন সরকারি ক্ষমতার অপব্যবহারে শেখ ফজলে নূর তাপসকে মেয়র ঘোষণা করা হয়।

আদালতের রায় ও গেজেটের পরও অচলাবস্থা
উল্লেখ্য, ২০২০ সালের ১ ফেব্রুয়ারি ডিএসসিসির নির্বাচন অনুষ্ঠিত হয়, যেখানে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপস, বিএনপির প্রার্থী ইশরাক হোসেনকে প্রায় পৌনে দুই লাখ ভোটে পরাজিত করেন। তবে ২০২৫ সালের ২৭ মার্চ, ঢাকার নির্বাচনী ট্রাইব্যুনাল ভোটের ফল বাতিল করে ইশরাককে বৈধ মেয়র ঘোষণা করে।

পরে ২২ এপ্রিল আইন মন্ত্রণালয়ের মতামত চেয়ে নির্বাচন কমিশন (ইসি) ট্রাইব্যুনালের রায় পাঠায়। কিন্তু কোনো মতামত না আসায়, ২৭ এপ্রিল ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করে ইসি। নির্বাচন কমিশন পরে জানায়, তারা এ রায়ের বিরুদ্ধে আপিল করবে না।

তবে গেজেট প্রকাশের দুই সপ্তাহ পেরিয়ে গেলেও এখনো শপথ অনুষ্ঠান হয়নি। কারণ, শপথ গ্রহণ অনুষ্ঠানের দায়িত্ব স্থানীয় সরকার মন্ত্রণালয়ের। কিন্তু সংশ্লিষ্ট দফতর এখনো কোনো উদ্যোগ নেয়নি বলে অভিযোগ উঠেছে।

একটি ‘পরিচ্ছন্ন ও জনবান্ধব’ ঢাকার দাবি
বিক্ষোভকারীদের মতে, “ইশরাক হোসেনই একজন পরিচ্ছন্ন, জনবান্ধব এবং দুর্নীতিমুক্ত নেতৃত্ব দিতে সক্ষম। মশা-ময়লা-দুর্নীতির বিরুদ্ধে কার্যকর পরিবর্তন আনতে তিনি ছাড়া আর কাউকে বিশ্বাস করি না।”

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102