মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৬:৪৩ পূর্বাহ্ন

চরফ্যাশনে পুলিশের অভিযানে গাজাঁসহ আটক -৪

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২০

এএসবিডি চরফ্যাশনঃচরফ্যাসনে গাঁজাসহ ৪ মাদক কারবারিকে গ্রেফতার করেছেন চরফ্যাশন সদর থানা পুলিশ। গতকাল রবিবার রাতে চরফ্যাসন সদর থানা পুলিশ গোপন সূত্রে অভিযান চালিয়ে উপজেলার কাইমুদ্দিন মোড় উদয়ন স্কুল সংলগ্ন এলাকা থেকে এ মাদক কারবারিদের গ্রেফতার করেন বলে থানা সূত্রে জানা গেছে।

গ্রেফতারকৃতরা হলেন, লালমোহন থানার রমাগঞ্জ ইউনিয়নের বাসিন্দা আবদুল মন্নানের ছেলে ইমন হোসেন(২১) রমাগঞ্জ পুর্ব চর উমেদ ৯ নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ ইসলামের ছেলে শাইফুল ইসলাম(২০) রমাগঞ্জ ইউনিয়নের রায়চাঁদ বাজার ৪নং ওয়ার্ডের বাসিন্দা চাঁন মিয়ার ছেলে আজাদ(২১) এবং চরফ্যাসন পৌরসভা ২ নং ওয়ার্ডের বাসিন্দা আবু তাহেরের ছেলে আশরাফ(১৯)।

জানা যায়, গ্রেফতারকৃত মাদক কারবারিরা লালমোহন উপজেলার রমাগঞ্জ ইউনিয়ন থেকে চরফ্যাসনসহ বিভিন্ন এলাকায় দ্বীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। এছাড়াও চরফ্যাশনে দীর্ঘদিন ধরে মাদকের চালান নিয়ে আসছিলো এমন তথ্য পুলিশের কাছে থাকলেও উপযুক্ত প্রমানের জন্য তাদেরকে গ্রেফতার করা যায়নি।

রবিবার রাতে গ্রেফতারকৃত ওই যুবকরা ওই এলাকায় মাদক বিক্রির সময় চরফ্যাশন সদর থানাপুলিশের নেতৃত্বে অভিযান চালিয়ে গাঁজাসহ তাদেরকে গ্রেফতার করে।

চরফ্যাসন সদর থানা অফিসার ইনচার্জ মনির হোসেন মিয়া জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং সোমবার তাদের কোর্টে প্রেরণ করা হবে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102