বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, রামপাল বিদ্যুৎকেন্দ্র নিয়ে শেখ হাসিনা দিল্লির কাছে এমনভাবে আত্মনিবেদন করেছিলেন, যেখান থেকে তিনি আর ফিরে আসেননি। এর ফলে নদীতে বর্জ্য ফেলার কারণে পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং দেশ ভয়ংকর এক প্রাকৃতিক বিপর্যয়ের দিকে এগিয়ে যাচ্ছে।
মঙ্গলবার (১৩ মে) জাতীয় প্রেস ক্লাবে আন্তর্জাতিক ফারাক্কা কমিটির উদ্যোগে মওলানা ভাসানীর ফারাক্কা লংমার্চ স্মরণে আয়োজিত গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, ন্যাশনাল ইন্টারেস্টে আগ্রাসনের বিরুদ্ধে বরাবরই কথা বলেছেন মওলানা ভাসানী, শহীদ জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমান। কিন্তু এখন ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কথা বললে কেউ যেন ‘অপ্রগতিশীল’ বলে বিবেচিত হয়—এই মনোভাব খুব পরিকল্পিতভাবে গড়ে তোলা হয়েছে।
তিনি আরও বলেন, “শেখ মুজিব ফারাক্কা বাঁধ পরীক্ষামূলকভাবে চালুর অনুমতি দিয়েছিলেন, যা আমাদের জন্য চরম সর্বনাশ ডেকে আনে।”