সোমবার, ১৯ মে ২০২৫, ০৪:৪৫ অপরাহ্ন
শিরোনাম :

মালয়েশিয়ায় প্রবাসী সমস্যা সমাধানে স্মারকলিপি দিল এবি পার্টি

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ মে, ২০২৫

মালয়েশিয়ায় অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের নানাবিধ সমস্যা দ্রুত সমাধানের দাবিতে বাংলাদেশ হাইকমিশনের কাছে স্মারকলিপি প্রদান করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।

মঙ্গলবার (১৩ মে) কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনের কমিশনারের কাছে স্মারকলিপিটি প্রদান করা হয়। এতে বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টার বরাবর প্রবাসীদের সমস্যাগুলোর তাৎক্ষণিক সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।

স্মারকলিপিতে প্রবাসীদের পাসপোর্ট নবায়নে বিলম্ব, শ্রম অধিকার লঙ্ঘন, আইনি সহায়তার অভাব, শ্রমবাজারের সিন্ডিকেট এবং অতিরিক্ত অর্থ ব্যয়ের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরা হয়।

এবি পার্টির প্রতিনিধি দলের প্রধান ব্যারিস্টার ফুয়াদ এসব বিষয়ে মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার শামীম আহসান-এর সঙ্গে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন,

“দূতাবাসের পরিষেবা উন্নয়ন, প্রবাসীদের শ্রম অধিকার সুরক্ষা, আইনি সহায়তা এবং সামগ্রিক কল্যাণমূলক কার্যক্রমে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেওয়া দরকার।”

প্রতিনিধি দলে আরও ছিলেন– এবি পার্টির যুগ্ম মহাসচিব আনোয়ার সাদাত টুটুল, মালয়েশিয়া চ্যাপ্টারের আহ্বায়ক ড. মুহাম্মদ বেলাল হোসাইন, সদস্য সচিব ড. সোহেল মাসুদ এবং মহিলা ও শিশু বিষয়ক সম্পাদিকা শবনম রহমান।

বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে আলোচনায় অংশ নেন পলিটিক্যাল মিনিস্টার মোহাম্মৎ শাহানারা মনিকা এবং কনস্যুলার মো. মোর্শেদ আলম।

এবি পার্টি আশাবাদ ব্যক্ত করেছে, প্রবাসী বাংলাদেশিদের সমস্যাগুলো দ্রুত সমাধানে হাইকমিশন ও সরকার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102