যুদ্ধবিরতির পরে জম্মু-কাশ্মীরসহ সকল সীমান্ত এলাকায় সেনা উপস্থিতি কমাতে একমত হয়েছে ভারত ও পাকিস্তান। হটলাইনে দুই দেশের মিলিটারি অপারেশন প্রধানদের আলোচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে স্থির হয়, সীমান্তে সীমিত সংখ্যক সেনা থাকবে এবং বড় সংঘর্ষ না হলে তারা সক্রিয় হবে না।
এছাড়া সিদ্ধান্ত হয়েছে, সীমান্ত রেখার এক কিলোমিটারের মধ্যে কোনো হেলিকপ্টার এবং ১০ কিলোমিটারের মধ্যে কোনো যুদ্ধবিমান প্রবেশ করবে না।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাম্প্রতিক ভাষণের পর কাশ্মীরে আবারো পাকিস্তানি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ভারত। এই ভাষণের সমালোচনা করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। তিনি বলেছেন, পাকিস্তান শান্তির পক্ষে, ভারতই বরাবর উত্তেজনা সৃষ্টি করে।
এদিকে, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তারা একটি সম্ভাব্য পারমাণবিক যুদ্ধ রোধ করেছেন। তাঁর ভাষায়, “লাখো মানুষের প্রাণ রক্ষা হয়েছে।” উত্তেজনা প্রশমনে বাণিজ্যকেই সবচেয়ে কার্যকর পথ হিসেবে দেখছেন তিনি।
দুই দেশের মধ্যে উত্তেজনা কমে যাওয়ার পর ভারত ৩২টি বিমানবন্দর খুলে দিয়েছে এবং পাকিস্তানও ভারতের জন্য আকাশসীমা উন্মুক্ত রেখেছে।