সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তিন বছরের কারাদণ্ড পাওয়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান হাইকোর্টে আপিলের সুযোগ পেলেন। ৫৮৭ দিন পর আপিল দাখিলে বিলম্ব মার্জনা করে আজ মঙ্গলবার (১৩ মে) আদেশ দিয়েছেন বিচারপতি মো. খসরুজ্জামানের একক বেঞ্চ।
বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বিষয়টি নিশ্চিত করে জানান, হাইকোর্টের আদেশের ফলে জোবাইদা রহমান এখন মূল আপিল দায়ের করতে পারবেন।
পটভূমি:
২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর রাজধানীর কাফরুল থানায় তারেক রহমান, জোবাইদা রহমানসহ তিনজনের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযোগ ছিল, তারা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন এবং সম্পদের তথ্য গোপন করেছেন।
২০০৮ সালে অভিযোগপত্র দেওয়ার পর ২০২৩ সালের ২ আগস্ট বিচারিক আদালত রায় ঘোষণা করেন।
তারেক রহমানকে ৯ বছরের কারাদণ্ড,
জোবাইদা রহমানকে ৩ বছরের কারাদণ্ড এবং
যথাক্রমে ৩ কোটি ও ৩৫ লাখ টাকা জরিমানা করা হয়।
সেই সঙ্গে তারেক রহমানের ২ কোটি ৭৪ লাখ ৯৩ হাজার ৮৭ টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার নির্দেশ দেন আদালত।
সাজা স্থগিত ও আপিল প্রস্তুতি:
আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বছরের ২২ সেপ্টেম্বর অন্তর্বর্তীকালীন সরকারের এক আদেশে জোবাইদা রহমানের সাজা এক বছরের জন্য স্থগিত করা হয়, আপিল দায়েরের শর্তে। অবশেষে ৫৮৭ দিনের বিলম্ব মার্জনা করায় এখন তিনি আনুষ্ঠানিকভাবে হাইকোর্টে আপিল করতে পারবেন।