জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ বলেছেন, চলতি জুলাই মাসের মাঝামাঝিতে সবার ঐকমত্যের ভিত্তিতে জাতীয় সনদ তৈরি সম্ভব হতে পারে। ২ জুলাই ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফার সপ্তম দিনের সংলাপে তিনি এ কথা বলেন।
তিনি জানান, প্রতিদিন দৃশ্যমান অগ্রগতি না হলেও একটি লক্ষ্য পূরণের দিকে কমিশন এগোচ্ছে। অধিকাংশ দল নীতিগতভাবে দ্বিকক্ষীয় সংসদের পক্ষে এবং উচ্চকক্ষ প্রাপ্ত ভোটের ভিত্তিতে গঠনে একমত হলেও কিছু দল এখনও আপত্তিকর অবস্থানে রয়েছে। এদিন সকালে শহীদদের প্রতি নীরবতা পালনের মাধ্যমে বৈঠক শুরু হয়। এতে বিএনপি, জামায়াত, এনসিপি প্রমুখ দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সংস্কার নিয়ে আলোচনা ছাড়াও তত্ত্বাবধায়ক সরকার ও রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন নিয়েও মতবিনিময় হয়। ড. রীয়াজ বলেন, “দেশের স্বার্থে আমরা যেন অতীতে ফিরে না যাই।”