শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৪ পূর্বাহ্ন

আদানি পাওয়ারের কাছে বাংলাদেশের ৪৩৭ মিলিয়ন ডলার বকেয়া পরিশোধ, বিদ্যুৎ সরবরাহে সমঝোতা

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বুধবার, ২ জুলাই, ২০২৫

ভারতের আদানি পাওয়ার থেকে বিদ্যুৎ আমদানির বকেয়া ৪৩৭ মিলিয়ন মার্কিন ডলার এককালীন পরিশোধ করেছে বাংলাদেশ। পিটিআই-এর এক প্রতিবেদনে জানানো হয়, গত জুনে এই অর্থ পরিশোধের মধ্য দিয়ে আগের সব বকেয়া, বিদ্যুৎ সঞ্চালন ব্যয় এবং বিদ্যুৎ ক্রয়চুক্তি সম্পর্কিত সমস্যা মীমাংসা হয়েছে।

নয়াদিল্লির সূত্র জানায়, বাংলাদেশ এখন দুই মাসের বিল সমপরিমাণ এলসি এবং বকেয়ার জন্য সার্বভৌম গ্যারান্টিও দিয়েছে। ফলে বাংলাদেশের আর কোনো বকেয়া নেই।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) আদানি পাওয়ারকে তাদের ঝাড়খণ্ড কেন্দ্রের দুটি ইউনিট থেকেই চুক্তি অনুযায়ী নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ চালু রাখার অনুরোধ জানিয়েছে। ভারতের এনডিটিভি জানায়, গত তিন-চার মাসে বাংলাদেশ প্রতি মাসে ৯০–১০০ মিলিয়ন ডলার করে পরিশোধ করে আসছিল।

উল্লেখ্য, ২০১৭ সালের ৫ নভেম্বর আদানি পাওয়ারের সঙ্গে ২৫ বছর মেয়াদি চুক্তি করে বাংলাদেশের বিদ্যুৎ বিভাগ। ওই চুক্তির আওতায় ঝাড়খণ্ডের গড্ডায় ২০০ কোটি ডলার ব্যয়ে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হয়, যেখান থেকে বাংলাদেশ বিদ্যুৎ আমদানি করছে। বকেয়া পরিশোধে দীর্ঘ আলাপ-আলোচনার পর এই বড় অর্থ পরিশোধ ভারতের সঙ্গে জ্বালানি বাণিজ্যে বাংলাদেশের প্রতিশ্রুতি রক্ষার বার্তা দিচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102