শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৫:১৮ অপরাহ্ন

আনন্দঘন ঈদ উপহার দিতে কাজ করছে সেনাবাহিনী

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ৩০ মার্চ, ২০২৫

জনসাধারণের জান-মালসহ সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশব্যাপী নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সাথে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী।

শনিবার (২৯ মার্চ) আইএসপিআরের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সেনাবাহিনীর ঈদ উপলক্ষে বিভিন্ন কার্যক্রমের বিষয়টি জানিয়ে এসব কথা দাবি করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ৯ পদাতিক ডিভিশন ঢাকা ও পার্শ্ববর্তী জেলাসমূহে নিরাপত্তা নজরদারি বৃদ্ধি করেছে, বিভিন্ন সময়ে শিল্পাঞ্চলের কারখানার মালিকদের সাথে শ্রমিকদের বোঝাপড়ার ব্যবস্থা করছে, এবং লঞ্চ টার্মিনাল, ট্রেন স্টেশন, ও বাস স্ট্যান্ডসমূহে নিরাপদ সেবা নিশ্চিত করছে।

আরও বলা হয়, ঢাকা হতে বহির্গামী ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ হাইওয়েসহ সকল সড়কে নিরবিচ্ছিন্ন যান চলাচল নিশ্চিত করে সকলের জন্য একটি আনন্দঘন ঈদ উপহার দিতে বিভিন্ন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে একযোগে কাজ করছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102