লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাট সদর উপজেলার পূর্ব বড়ুয়া তরুণ সংঘের আয়োজনে পূর্ব বড়ুয়া তরুণ সংঘ ক্রিকেট টুর্নামেট-২০২০ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (০৩ অক্টোবর) উপজেলার দক্ষিন ধাইরখাতা মনিরের তেপতি স্পোটিং ক্লাব ও পূর্ব বড়ুয়া বন্ধু একাদশ এর অংশগ্রহণে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় চ্যাম্পিয়ন হয়েছে দক্ষিন ধাইরখাতা মনিরের তেপতি স্পোটিং ক্লাব।
পূর্ব বড়ুয়া তরুণ সংঘ’র সভাপতি মোঃ সায়হান সৈকত এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ২নং কুলাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইদ্রিস আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুলাঘাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহজাহান আলী জুয়েল, পূর্ব বড়ুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আব্দুল গফুর মন্ডল, বাংলাদেশ আওয়ামীলীগের কুলাঘাট ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক, মোঃ এমদাদুল হক, ৬নং ওয়ার্ড কুলাঘাট ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মোঃ তোজাম্মেল হক, পূর্ব বড়ুয়া তরুণ সংঘ’র উপদেষ্ঠা মন্ডলির সদস্য, আব্দুল হামিদ, হারুন অর রশিদ, কুলাঘাট উচ্চ বিদ্যালয়ের সভাপতি মিজানুর রহমান মন্টু, বাংলাদেশ আওয়ামীলীগের কুলাঘাট ইউনিয়ন শাখার ৬ নং ওয়ার্ডের সভাপতি, হাফিজুল ইসলাম হাফেজ, বাংলাদেশ ছাত্রলীগ- লালমনিরহাট জেলার ১নং যুগ্ন সাধারণ সম্পাদক নিশাত রেদওয়ানা সেজুঁতি, কুলাঘাট ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মিলন বিশ্বাস, কুলাঘাট ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোলায়মান আলী সবুজ প্রমুখ।
বক্তব্যে পূর্ব বড়ুয়া তরুণ সংঘ সংগঠনের সভাপতি মোঃ সায়হান সৈকত বলেন, সামাজিক কর্মকান্ড পরিচালনার মধ্যে দিয়েও খেলাধুলা অন্যতম একটি ব্যায়াম ও বিভিন্ন নেশাগ্রস্থ পরিবেশ থেকে দুরে রাখে।