দেশীয় বাজারে বিমানে ব্যবহৃত জ্বালানি এভিয়েশন ফুয়েল (জেট এ-১)–এর দাম কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রে নতুন এ দাম মঙ্গলবার (১৩ মে) ঘোষণা করা হয়।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী,
অভ্যন্তরীণ ফ্লাইটে বাংলাদেশি ক্রেতাদের জন্য প্রতি লিটার জ্বালানির দাম ১১১ টাকা থেকে কমিয়ে ৯৩.৫৭ টাকা নির্ধারণ করা হয়েছে।
আন্তর্জাতিক ফ্লাইটে দেশি ও বিদেশি ক্রেতাদের জন্য প্রতি লিটার দাম ০.৭৫০০ মার্কিন ডলার থেকে কমিয়ে ০.৬০৬৬ ডলার করা হয়েছে।
বিইআরসি জানায়, বিশ্ববাজারে জ্বালানির মূল্য হ্রাস এবং সামগ্রিক অর্থনৈতিক ভারসাম্যের বিষয়টি বিবেচনায় নিয়ে এই মূল্য সমন্বয় করা হয়েছে।
এই দাম হ্রাসের ফলে বিমান সংস্থাগুলোর পরিচালন ব্যয় কিছুটা কমবে বলে ধারণা করা হচ্ছে। পাশাপাশি যাত্রীদের জন্য টিকিটের মূল্য স্থিতিশীল রাখতে এ সিদ্ধান্ত ইতিবাচক প্রভাব ফেলতে পারে।