নিয়ারুন বেগম কমলগন্জ প্রতিনিধিঃ
মৌলভীবাজারের কমলগঞ্জের সদর ইউনিয়নের বাঘমারা গাউসিয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল, হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার কাজের জন্য আর্থিক অনুদান হিসেবে ৪ লক্ষ টাকা প্রধান করছেন।
প্রবাসীদের অরাজনৈতিক সংগঠন ‘বাঘমারা প্রবাসী গ্রুপ’।
শুক্রবার (২ অক্টোবর বিকেলে) বাঘমারা সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রঙ্গনে আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান জনাব মোঃ আব্দুল হান্নান মহোদয় অনুষ্টান পরিচালনা ও উপস্থাপন করেন
মাদ্রাসার সুপার মোঃ মিনহাজ নাছির ও মাদ্রাসার সভাপতি সাবেক ইউপি সদস্য নরুল ইসলাম,
এ ছাড়া উপস্তিত ছিলেন মো: আল আমিন মিয়া ও হোসেন মিয়ার পরিচালনায় অনুষ্ঠানটি মোবাইল ফোনের মাধ্যমে প্রবাস থেকে বক্তব্য রাখেন মো: মোনাই মিয়া (উমান), মোঃ আলী হোসেন (উমান) ও মোঃ আব্দুর রশিদ (সৌদি আরব)।
অনুষ্ঠানে বাঘমারা গ্রামের গণ্যমান্য ব্যক্তিসহ এলাকার
২শতাধিক বাসিন্দা উপস্থিত ছিলেন।