জনি আহমেদ, চুয়াডাঙ্গা:চুয়াডাাঙ্গা জেলা প্রশাসনের অন্তর্ভুক্ত পৌর ভূমি অফিসের ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা হাফিজুর রহমান (৪৩) ও কুষ্টিয়া পলিটেকনিকে কর্মরত রয়েছেন তার স্ত্রী ইলিজা রহমান।
তারা গতকাল ১৮ সেপ্টেম্বর শুক্রবার মোটরসাইকেলযোাগে বিকেলের দিকে কুষ্টিয়া যাওয়ার পথে অবৈধ আলমসাধুর সাথে মুখোমুখী সংঘর্ষ হলে মারাত্মকভাবে আহত হন হাফিজুর ও তার স্ত্রী ইলিজা।
সেসময় স্থানীয়রা ২ জনকে নিয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসলে হাফিজুর রহমান পথিমধ্যেই ইন্তেকাল করেছেন বলে কর্তব্য চিকিৎসক জানান এবং তার স্ত্রী ইলিজা রহমান হাসপাতালে ভর্তি রয়েছেন।
সাংসারিক জীবনে তার পিতা-মাতা ছোট সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছে।মরহুম হাফিজুরের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সার্বক্ষণিক য়াডাঙ্গা জেলা প্রশাসন। এছাড়াও মরহুম হাফিজের আহত স্ত্রীর চিকিৎসার খোোঁজখব র রাখছেন ভূমি মন্ত্রণালয় ও কুষ্টিয়া জেলা প্রশাসন।
মরহুম হাফিজুর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার।
আজ ১৯ সেপ্টেম্বর রেল স্টেশন রোড চুয়াডাঙ্গা জান্নাতুল মাওয়া কবরস্থানে মরহুমের লাশের দাফন করা হয়েছে।