বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেছেন, ‘অন্তর্বর্তী সরকার রুটিন কাজের বাইরে বড় কাজে হাত দিলে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সংকটে পড়তে পারে। ভালো নির্বাচনের জন্য যা সংস্কার করা দরকার সেটা করে নির্বাচনি পথ রেখাটা আগেই করা দরকার।’
মঙ্গলবার সকালে জাতীয় সংসদ ভবনে এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে দলটির সংলাপে তিনি এসব কথা বলেন। সিপিবির ১১ সদস্যের প্রতিনিধি দল সংলাপে অংশ নেন।
সিপিবির সভাপতি মোহাম্মদ শাহ আলম, সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, মিহির ঘোষ, অধ্যাপিকা এ এন রাশেদা, কাজী সাজ্জাদ জহির চন্দন, অনিরুদ্ধ দাশ অঞ্জন, কাজী রুহুল আমিন, রাগিব আহসান মুন্না, সাজেদুল হক রুবেল ঐকমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার, সফর রাজ হোসেন, ইফতেখারুজ্জামান, বিচারপতি এমদাদুল হক, বিশেষ সহকারী মনির হায়দার প্রমুখ উপস্থিত ছিলেন।
রুহিন হোসেন প্রিন্স বলেন, ‘আমরা বরাবরই বলে এসেছি, অন্তর্বর্তী সরকারের কিছু অন্তর্বর্তীকালীন কাজ আছে। সরকার রুটিন কাজের বাইরে যদি অনেক বড় কাজে হাত দিয়ে দেয়, তাহলে তার জন্য এটা কঠিন হয়ে যাবে। এই কঠিন কাজ করতে গিয়ে অনেক সময় এমন কতগুলো বিতর্কের সম্মুখীন হতে পারে, তার যে অন্যতম কাজ, একটা সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেয়া, সেটাও কিন্তু সংকটে পড়তে পারে।’
তিনি বলেন, ‘আমরা সরকারকেও বলেছি যে, আপনাদের যে প্রধান কাজ, ওইটার বাইরে গেলে পারা যাবে না। বরং সংকটে পড়তে পারেন। কারণ আমরা জানি এটা রেগুলার গভর্নমেন্ট না, ইউনিফাইড গভর্নমেন্টও না। এর মধ্যে নানা পথের মানুষ রয়েছে। সুতরাং গুরুত্ব দেয়া দরকার, ভালো নির্বাচনের জন্য যা যা সংস্কার করা দরকার, যা যা প্রয়োজন সেটা করেই নির্বাচনি পথ রেখাটা আগেই করা দরকার।
তিনি আরও বলেন, ‘আমরা দেখলাম, সরকারের শুরুতে আমাদের মুক্তিযুদ্ধকে নিয়ে কাউন্টার চুজ করে এমন কতগুলো কথা তৈরি করা হলো, যেনো তাকে রিপ্লেস করে ৪৭ এর ধারাবাহিকতায় ২৪। এ ধরনের কতগুলো ঘটনা কিন্তু শুরুতে বিতর্ক তৈরি করেছে। আমরা আশা করবো এ বিতর্কগুলো বন্ধ করতে হবে।’