সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৪:০৫ অপরাহ্ন
শিরোনাম :
চাঁদপুরে জাহাজ থেকে ৬ জনের মরদেহ উদ্ধার। বিডিআর বিদ্রোহের ঘটনা তদন্তে কমিশন গঠন। ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দুই গাড়ির সংঘর্ষে নিহত ১, আহত ৫। ময়মনসিংহে পাচারের সময় মানব কঙ্কাল উদ্ধার, গ্রেপ্তার- ২। কোকোর স্মৃতিতে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত। বাগেরহাটে শিক্ষা প্রতিষ্ঠানে লটারি পদ্ধতি বাতিলের দাবীতে শিক্ষার্থীদের মানববন্ধন। বঙ্গবন্ধু রেল সেতুর নাম পরিবর্তন। কালিহাতীতে ডাকাতির প্রস্তুতিকালে ট্রাকসহ ৬ ডাকাত গ্রেফতার। বিশ্ববিদ্যালয়ে মানসম্মত শিক্ষক প্রয়োজনঃ ড. আবুল কাশেম। বাংলাদেশি রোগী পেতে সীমান্তে মেট্রো চালু করবে ভারত।

নারায়ণগঞ্জ নগরীতে ছিনতাইকারীর কবলে সংবাদকর্মী।

তানভির ইসলাম,, উপজেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ।
  • প্রকাশের সময় : শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩
নারায়ণগঞ্জ নগরীতে ছিনতাইকারীর কবলে সংবাদকর্মী।
নারায়ণগঞ্জ শহরের বঙ্গবন্ধু সড়ক দিন দিন ছিনতাইয়ের আখড়ায় রূপ নিচ্ছে। ছিনতাইকারীদের হাত থেকে রেহাই পাচ্ছে না শিক্ষার্থী, দিনমজুর, ব্যবসায়ী থেকে শুরু করে সাংবাদিকরাও। শহর হয়ে উঠেছে ছিনতাইকারীদের জন্য এক অভয়ারণ্য স্থান। এবার ছিনতাইকারীর কবলে পরেছে বেসরকারি টেলিভিশন ডিবিসি নিউজের ভিডিও জার্নালিস্ট (ভিজে) আবু বক্কর সিদ্দিক। এমন পরিস্থিতির জন্য প্রশাসনকে প্রশ্নবিদ্ধ করছে নগরবাসী।
গতকাল শুক্রবার (৮ সেপ্টেম্বর) সন্ধায় নগরের বঙ্গবন্ধু সড়কের পপুলার ডায়াগনস্টিক সেন্টারের সামনে ছিনতাইয়ের ওই ঘটনা ঘটে। তবে ঘটনার সাথে সাথে কয়েকজন পথচারী এগিয়ে আসায় অপরাধী কৌশলে পালিয়ে যায়।
আবু বক্কর সিদ্দিক বলেন, আমি একটি কাজে শহরের ২নং রেল গেইট থেকে অফিসের উদ্দেশ্যে অটো রিকশায় রওনা হই। পরে আমাকে বহন করা রিকশাটি প্রেসক্লাবের সামনে থেকে মিশুক চালককে ডাকতে ডাকতে পিছু নেয়। আমি ভেবেছি হয়তো তার পরিচিত। পরে মিশুক থামিয়ে একটি ধারালো ছুরি দিয়ে আমাকে ভয়ভীতি দেখিয়ে সাথে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এরই মধ্যে আমি ছিনতাইকারীর কবলে পড়েছি বিষয়টি বুঝতে পারে সড়কের বেশ কয়েকজন পথচারী। পরে তারা এগিয়ে এলে সেই ছিনতাইকারী কৌশলে পালিয়ে যায়। তবে কেউ এগিয়ে না এলে আজ হয়তো খারাপ কিছুই আমার সাথে ঘটে যেত।
আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102