সোমবার, ৩১ মার্চ ২০২৫, ১১:৫১ অপরাহ্ন

গাজীপুরের কালীগঞ্জে দুর্বৃত্তের হামলায় যুগান্তরের সাংবাদিক আহত 

সুব্রত চন্দ্র দাস (গাজীপুর সদর প্রতিনিধি)
  • প্রকাশের সময় : রবিবার, ১৬ মার্চ, ২০২৫
দৈনিক যুগান্তর পত্রিকার কালীগঞ্জ প্রতিনিধি আব্দুল গাফফার  দু্র্বৃত্তের হামলার শিকার হয়েছেন। রোবাবর (১৬ মার্চ) রাত ৯টায় গাজীপুর থেকে মোটর সাইকেলে তিনি কালীগঞ্জে নিজ বাড়িতে ফেরার পথে আওড়াখালি বাজার এলাকায়  ওঁত পেতে থাকা দুর্বৃত্তরা এই হামলা চালায়। এ সময় দু্র্বৃত্তদল গাফফারের মোবাইল ফোন, নগদ টাকা ও লেপটপ ছিনিয়ে নেয়।
হামলায় আহত আব্দুল গাফফার রাত ১০টার দিকে  জানান,  তিনি  গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। ইফতারের পর যুগান্তরের কাপাসিয়া প্রতিনিধি খোরশেদ এর মোটরসাইকেলের পেছনে বসে গাজীপুর থেকে কালীগঞ্জে নিজ বাড়িতে ফিরছিলেন। পথে আওড়াখালি বাজার এলাকায় পৌঁছালে মোটরসাইকেলের গতি শ্লথ  করে চালাচ্ছিল সহকর্মী খোরশেদ। এসময় থেকে ওঁত পেতে থাকা ৫/৬ জনের দুর্বৃত্তদল মোটরসাইকেলের পেছন থেকে গাফফারকে সুকৌশলে থাবা দিয়ে নামিয়ে এলোপাথাড়ি মারপিট করে এবং তাঁর সাংবাদিকতার পেশাগত কাজে ব্যবহৃত লেপটপ, মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়। কয়েক মিনিটের মধ্যে এ ঘটনার আকস্মিকতায় হকচকিয়ে যায় সহকর্মী খোরশেদ। তিনি কিছু বুঝে উঠার আগেই দুর্বৃত্তরা হামলা ও ছিনতাইয়ের ঘটনা ঘটিয়ে পালিয়ে যায়। পরে সহকর্মী খোরশেদ তাকে উদ্ধার করে তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসেন।
হামলার শিকার আবদুল গাফফার জানান, এ হামলার  ঘটনাটি পরিকল্পিত মনে হচ্ছে। সম্প্রতি কালীগঞ্জে বিএনপি নেতা-কর্মীদের নানা  অপতৎপরতা নিয়ে তার লেখা সংবাদ প্রকাশিত হয়েছে। এতে ক্ষুব্ধ মহল পরিকল্পিত হামলার ঘটনা ঘটিয়েছে। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ গ্রহণের প্রস্তুতি চলছে।
আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102