কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পরকীয়ার জেরে পারিবারিক কলহে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা করেছেন এক স্বামী। নিহত নারীর নাম রেহেনা আক্তার (২৯)। মঙ্গলবার (১৩ মে) রাতে উখিয়ার ক্যাম্প-১৯ এর এ-৭ ব্লকে নিজ ঘরে এ ঘটনা ঘটে।
বুধবার (১৪ মে) ঘটনার সত্যতা নিশ্চিত করেন ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সহকারী পুলিশ সুপার আব্দুল হাদি। তিনি জানান, ঘাতক স্বামী নুরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, রাতে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে নুরুল ইসলাম ধারালো অস্ত্র দিয়ে রেহেনাকে আঘাত করেন, ঘটনাস্থলেই মারা যান তিনি।
নিহত রেহেনা আক্তার একই ক্যাম্পের বাসিন্দা আবু সাদেকের মেয়ে এবং অভিযুক্ত নুরুল ইসলাম আব্দুস শুক্কুরের ছেলে।
প্রতিবেশীদের দাবি, রেহেনা অন্য এক পুরুষের সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িত ছিলেন, যা নিয়ে নুরুল ইসলাম ক্ষুব্ধ ছিলেন।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসাইন বলেন,
“প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পরকীয়াজনিত পারিবারিক কলহ থেকেই হত্যাকাণ্ডটি ঘটেছে।”
ঘটনার পরপরই এপিবিএন সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ঘাতককে আটক করে।
সহকারী পুলিশ সুপার আব্দুল হাদি বলেন,
“ঘটনার বিস্তারিত তদন্ত করা হচ্ছে এবং নুরুল ইসলামের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”