সরকারকে দ্রুত নির্বাচনের ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়ে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, “মানুষের ভাষা বুঝুন, নির্বাচন দিন।” বুধবার (১৪ মে) জাতীয় প্রেসক্লাবে এক আলোচনায় তিনি এ কথা বলেন।
তিনি অভিযোগ করেন, “আওয়ামী লীগের দোসররা নির্বাচন পেছাতে ষড়যন্ত্র করছে, তাদের চিহ্নিত করুন।” ফারুক আরও বলেন, “বেগম খালেদা জিয়া দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী, অথচ তাকেও সরকার সুরক্ষা দিতে পারেনি।”
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা সাম্য হত্যার বিষয়ে তিনি বলেন, “ছাত্রনেতাকে হত্যা করা হয়েছে, তদন্ত কমিটি গঠন করেই ফাইল বন্ধ হয়ে যাবে, এটিই বাস্তবতা।”
সভায় আরও বক্তব্য দেন বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামান ও তাঁতিদলের সিনিয়র যুগ্ম মহাসচিব কাজী মনিরুজ্জামান মনির। আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী ফার্মেসি অ্যাসোসিয়েশন।