রাঙামাটির লংগদু উপজেলার মাইনীমুখ ইউনিয়নের গাঁথাছড়া এলাকায় বজ্রপাতে তানজিনা আক্তার (২০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বুধবার (১৪ মে) দুপুরে কৃষি জমি থেকে বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে।
নিহত তানজিনা গাঁথাছড়া ৮ নম্বর ওয়ার্ডের জামালপুর টিলার মোহাম্মদ হৃদয়ের স্ত্রী।
পরিবার জানায়, তানজিনা প্রতিদিনের মতো বিলে কাজ করতে গিয়েছিলেন। দুপুরে আকাশ মেঘলা হয়ে গেলে তিনি বাড়ি ফেরার পথে বের হন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই অজ্ঞান হয়ে পড়েন। স্থানীয়রা দ্রুত তাকে ইবনে সিনা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লংগদু থানার ওসি (তদন্ত) স্বরজিৎ দেব বলেন, এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। পুলিশ তদন্ত করছে। পরিবারের অভিযোগ অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনাটি এলাকায় শোকের ছায়া ফেলেছে। স্থানীয়রা নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।