আইপিএলে ফের সুযোগ পেলেন বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান। চলতি আসরের বাকি অংশে দিল্লি ক্যাপিটালসের হয়ে মাঠে নামবেন তিনি। তাকে দলে ভিড়িয়েছে ৬ কোটি রুপি মূল্যে ফ্র্যাঞ্চাইজিটি।
দিল্লি শিবিরে একজন বিদেশি পেসার ইনজুরিতে ছিটকে যাওয়ায় মুস্তাফিজকে নেয় ফ্র্যাঞ্চাইজিটি। আইপিএলে এটি দিল্লির হয়ে তার দ্বিতীয় মেয়াদ। এর আগে ২০২২ সালে দিল্লির জার্সি গায়ে মাঠে নেমেছিলেন তিনি।
বর্তমানে দুর্দান্ত ফর্মে থাকা বাঁহাতি এই পেসার সম্প্রতি পাকিস্তান সুপার লিগে (পিএসএল) পেশোয়ার জালমির হয়ে নজরকাড়া পারফর্ম করেন। সেই ধারাবাহিকতায় আবারও আইপিএলে ডাক পেলেন তিনি।