মোঃ আরমান হোসেন, দিনাজপুরঃ বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে করোনা ভাইরাসের কারণে দিনাজপুরে ২ শতাধিক অসহায় গরীব মানুষের মাঝে ত্রান সামগ্রী বিতরন করেছে সেনাবাহিনী।
সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় দিনাজপুর ষ্টেডিয়ামে গরিব অসহায়দের মাঝে এই খাদ্যসামগ্রী বিতরণ করেন ৬৬ পদাতিক ডিভিশনের ফোর হর্স ইউনিটের পক্ষ হতে ক্যাপ্টেন ইসতিয়াজ আরাফাত। আয়োজিত খাদ্য সহায়তা প্রদান অনুষ্ঠানে ক্যাপ্টেন ইসতিয়াজ আরাফাত বলেন,বাংলাদেশ সেনাবাহিনীর কোভিডশীল অপারেশন যতদিন থাকবে আমরা ততদিন অসহায় মানুষদের পাশে থেকে সবধরনের সহযোগীতা চালিয়ে যাবো।
এসময় শহরের কসবা, বালুয়াডাঙ্গা, মিশনরোড, চাউলিয়াপট্টি, কাঞ্চনকলোনী, উপশহর, ঘাসিপাড়া,পাটুয়াপাড়াসহ পৌর এলাকার বিভিন্ন মহল্লার অসহায় মানুষের মাঝে সহায়তা প্যাকেট দেয়া হয়।বিতরণকৃত খাদ্যসামগ্রীর মধ্যে ছিল চাল,ডাল,তেল,আটাসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি। ৬৬ পদাতিক ডিভিশনের ফোর হর্স ইউনিটের পক্ষ থেকে করোনা ভাইরাসের শুরু থেকে অসহায়,দুস্থ্য ও করোনায় কর্মহীন হয়ে পড়া বেকার মানুষদের মাঝে খাদ্যসামগ্রী সহায়তা প্রদান করে আসছেন।