বেগমগঞ্জে অন্তঃসত্ত্বা গৃহবধূর মরদেহ উদ্ধার,হত্যা মামলা দায়ের-স্বামী গ্রেফতার।
নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালী বেগমগঞ্জে পুলিশ ৪ মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে। নিহত গৃহ বধুর নাম জান্নাতুল ফেরদৌস রুপা(২৫)।
বুধবার দিনগত মধ্য রাতে উপজেলার নরোত্তম পুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের জসিম উদ্দিনের নতুন বাড়ি থেকে লাশ উদ্ধার করে বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়।
এ ঘটনায় নিহত গৃহবধুর মা তুহিন আক্তার রুমি বাদী হয়ে বৃহস্পতিবার সকালে পাঁচজনের বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ নিহতের স্বামী সালাহ উদ্দিন সোহেল কে বুধবার রাতে আটক করে। মামলা দায়েরর পরে বৃহস্পতিবার দুপুরে তাকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাকাগারে প্রেরণ করে।
স্থানীয়রা জানায়, বেগমগঞ্জ উপজেলার নরোত্তম পুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বাসিন্দা আবুল হাসেমের ছেলে ও চৌমুহনী বাজারের ব্যবসায়ী সালাহ উদ্দিন সোহেলের সাথে পার্শ্ববর্তী উপজেলা সোনাইমুড়ীর বজরা গ্রামের মো.ওয়াহিদুলের মেয়ে জান্নাতুল ফেরদৌস রুপার বিয়ে হয়। নিহত রুপার মা ও মামলার বাদী তুহিন আক্তার রুমি অভিযোগ করে বলেন,বিয়ের পর থেকে সোহেল রুপার সাথে ঠিকমত কথা বলতনা। তার মেয়েকে নানা ভাবে মানসিক ও শারীরিক নির্যাতন করতেন সোহেল ও তার পরিবারের লোকজন। ইতোমধ্যে রুপা ৪মাসের অন্তঃস্বত্তা হয়ে পড়েন। পাারিবারিক কলহের জের ধরে বুধবার রাতে সোহেল ও তার পরিবারের লোকজন রুপাকে এলোপাতাড়ি মার ধর করে। এক পর্যায়ে সে মারা যায়। মারা যাওয়ার রুপা আত্মহত্যা করেছেন বলে তার বাবার বাড়িতে সংবাদ দেয় সোহেল ও তার পরিবার। সংবাদ পেয়ে তিনি ( রুপার মা) দ্রুত সোহেল দের বাড়িতে এসে রুপাকে মৃত অবস্থায় দেখতে পান। এরপর সরকারি জরুরি সেবা ৯৯৯ এ কল করলে বেগমগঞ্জ মডেল থানার উপ- পুলিশ পরিদর্শক (এস আই) হাবিবুর রহমান পুলিশ নিয়ে ঘটনা স্থল পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং নিহতের স্বামী সোহেলকে আটক করে থানায় নিয়ে আসে। পুলিশের প্রাথমিক ধারণা এটি হত্যাকান্ড।
মামলর তদন্তকারী কর্মমকর্তা বেগমগঞ্জ থানার উপপুলিশ পরিদর্শক (এস আই) হাবিবুর রহমান বলেন ৯৯৯ এ কল পেয়ে তিনি ফোর্স নিয়ে রাত ১২ টার দিকে ঘটনাস্থল থেেেক মরদেহ উদ্ধার করে বৃহস্পতিবার ১১ টার দিকে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করি।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ কামরুজ্জামান সিকদার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় নিহত গৃহবধূ র মা বাদী হয়ে পাঁচজনের বিরুদ্ধে আজ সকালে মামলা দায়ের করেছেন। মামলার প্রধান আসামী সালাহ উদ্দিন সোহেল কে গ্রেফতার করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।