ঝালকাঠির রাজাপুর ডিগ্রী কলেজ সংলগ্ন বিধবা আছিয়া বেগম দুই প্রতিবন্ধী মা ও মেয়ে বছরের পর বছর অন্যের ভাঙা ঘরে বসবাস করে।
সেই ঘড়েও বৃষ্টির পানিতে থাকতে খুবই কষ্টকর, তাই সকালে তাদের আহাজারি দেখে, তাহারা দৈনিক ভিক্ষা করে। মা ও মেয়ে দু’জনে মানুষের কাছে ভিক্ষায় ১ টাকার বেশি চায় নাএই পরিবারটি।
তাদের ঘর পাওয়ার উপযুক্ত বলে মনে করেন এলাকাবাসী।
তাই সকলের সহযোগিতা চেয়েছেন উক্ত পরিবার জন্য। সরকারের দৃষ্টি আর্কশন ও যথাযোগ্য কতৃপক্ষের কাছে আওয়ামী লীগের নেতা ডেজলিং তালুকদার।তিনি বলেন, গত বৎসর সাবেক ছাএলীগ নেতা আবু মুসা সোহাগ কিছু পলিথিন কিনে চালে দেওয়ার ব্যাবস্থা করেছিল অন্যের ঘর বিধায় টিন দেয়নি।তবে সরকারী নজরদারি কামনা করেন সবাই।