সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ১২:২২ পূর্বাহ্ন

লস অ্যাঞ্জেলেস দাবানল আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা, ১৬ জনের মৃত্যু।

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫

লস অ্যাঞ্জেলেস দাবানল আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা, ১৬ জনের মৃত্যু।

যুক্তরাষ্ট্রের ক্যালিফর্নিয়া রাজ্যের লস অ্যাঞ্জেলেস কাউন্টির স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন এলাকার দাবানলে মৃতের সংখ্যা শনিবার রাতে ১৬তে বৃদ্ধি পেয়েছে। এর আগে ১১ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছিল।

দমকল বাহিনীর কর্মীরা শনিবার লস অ্যাঞ্জেলেসের ইতিহাসের সবচেয়ে বড় এবং বিধ্বংসী দাবানলের সামনে প্রতিরোধ গড়ার চেষ্টা করেছেন। দাবানল গতি পরিবর্তন করে এবং আরও ৪০০ হেক্টর জমিতে ছড়িয়ে পড়ে।

সানটা আনা নামক যে ঝড়ো হাওয়ার কারণে দাবানল এভবে ছড়িয়ে পড়ে, তা ফিরে আসার পূর্বাভাস করা হচ্ছে।

ন্যাশনাল ওয়েদার সার্ভিস পূর্বাভাস দিয়েছে যে, শনিবার রাত থেকে রবিবার সকালে এই এলাকায় বাসাত আরও জোরালো, এবং আবার সোমবার পরের দিক থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত। ঘণ্টায় ১১২ কিলোমিটার বেগে দমকা হাওয়া প্রবাহিত হতে পারে।

বিমান এবং হেলিকপ্টার শনিবার এক যোগে আকাশ থেকে পানি ফেলে ম্যান্ডেভিল ক্যানিয়নে কর্মরত দমকল বাহিনীর কর্মীদের সহায়তা করে প্যালিসেড দাবানল আটকানোর চেষ্টা করে, জানিয়েছে লস অ্যাঞ্জেলেস টাইমস।

পাঁচটি জ্বলন্ত দাবানলের সবচেয়ে বড় প্যালিসেড দাবানল গতি পরিবর্তন করায় নতুন করে মানুষজন সরিয়ে ফেলার আদেশ জারী করা হয়। এর মধ্যে ছিল ব্রেন্টউড এবং এনসিনো এলাকা এবং সান ফারনান্ডো ভ্যালির পাদদেশ।

দাবানলের ফলে বিখ্যাত জাদুঘর জে. পল গেটি মিউজিয়াম এবং ক্যালিফর্নিয়া বিশ্ববিদ্যালয়, লস অ্যাঞ্জেলেস হুমকির মুখে পড়েছে। দাবানল ইন্টারস্টেট ৪০৫ মহাসড়ক পার হলে হলিউড হিলস এবং ফারনান্ডো ভ্যালির ঘনবসতি এলাকা হুমকির মুখে পড়বে

সবচেয়ে ধ্বংসাত্মক দাবানল

লস অ্যাঞ্জেলেসের ইতিহাসে প্যালিসেড ও ইটনের অগ্নিকান্ড ইতোমধ্যে সবচেয়ে ধ্বংসাত্মক দাবানল হিসেবে চিহ্নিত হয়েছে। এই দুই দাবানলে যৌথভাবে ৮৫ বর্গকিলোমিটার ভূখণ্ড পুড়িয়েছে এবং প্রায় ১০ হাজার স্থাপনা ধ্বংস বা ক্ষতিগ্রস্ত করেছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, লস অ্যাঞ্জেলেস ও এর আশেপাশের এলাকাগুলোতে দাবানলের কারণে প্রায় এক লাখ ৮০ হাজার মানুষকে নিরাপদ অবস্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এতে হাজার হাজার বাড়ি ধ্বংস হয়েছে এবং দশ হাজারেরও বেশি হেক্টর ভূখণ্ড পুড়ে গেছে।

এই মুহূর্তে ক্যালিফোর্নিয়ার দমকল বিভাগ লস অ্যাঞ্জেলেসে পাঁচটি সক্রিয় দাবানল নিয়ন্ত্রণে আনতে কাজ করে যাচ্ছে। এগুলো হলো: প্যালিসেড, ইটন, হার্স্ট, লিডিয়া ও কেনেথ।

ক্যালিফোর্নিয়ার দমকল বিভাগ বলছে, শুক্রবার সকাল পর্যন্ত কেনেথ, হার্স্ট ও লিডিয়ার দাবানল যথাক্রমে ৩৫ শতাংশ, ৩৭ শতাংশ ও ৭৫ শতাংশ নিয়ন্ত্রণে এসেছে।

লস অ্যাঞ্জেলেসের দমকলকর্মীরা বৃহস্পতিবার সানসেট দাবানলকে শতভাগ নিয়ন্ত্রণে আনতে পেরেছে। এই আগুনের কারণে বাধ্যতামূলক ভাবে সবাইকে হলিউড ও হলিউড হিলস ছেড়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102