মুন্সীগঞ্জের গজারিয়ায় বালুবাহী বাল্কহেডের সঙ্গে স্পিডবোটের সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (১০ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ওদুদ (৩৫), অপরজন জনের (৪০) পরিচয় জানা যায়নি। এ ঘটনায় গুরুতর আহত হলেন- বাবুল (৩৫), সে বাকপ্রতিবন্ধী।
জানা যায়, ইমামপুর ইউনিয়নের কালীপুরা গ্রাম সংলগ্ন মেঘনা নদীতে একটি বাল্কহেডের সঙ্গে একটি স্পিডবোটের সংঘর্ষ ঘটে। এ সময় স্পিডবোটটি দুমড়েমুচড়ে যায়। এতে স্পিডবোটে থাকা তিনজন গুরুতর আহত হয়। পরে তাদেরকে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার আলম আজাদ বলেন, নিহত দুজনের মরদেহ গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে রয়েছে। তবে কীভাবে এ দুর্ঘটনা ঘটলো এ বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি।