সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৪:১০ পূর্বাহ্ন

খানপুর ইউপির ৯টি ওয়ার্ডে বিএনপি’র সম্মেলন সম্পন্ন।

মোঃ তরিকুল মোল্লা,(ফকিরহাট,বাগেরহাট সদর)প্রতিনিধি।
  • প্রকাশের সময় : রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫

খানপুর ইউপির ৯টি ওয়ার্ডে বিএনপি’র সম্মেলন সম্পন্ন।

বাগেরহাট সদর উপজেলার খানপুর ইউনিয়ন বিএনপি’র ওয়ার্ড (দ্বি-বার্ষিক) সম্মেলন-২০২৫ এ নির্বাচন উৎস-উদ্দীপনা ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে।

শনিবার (১১ জানুয়ারি) খানপুর ইউনিয়নের ৯টি ওয়ার্ডের প্রার্থীরা নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যে দিয়ে বিজয়ী হয়েছেন। ভোটারা সকাল থেকে ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যে দিয়ে যার যার পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করেন। সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ শেষে বিকাল ৪টা থেকে ভোট গগণা শুরু হয়। প্রতিটি ওয়ার্ডের দায়িত্বে থাকা প্রিজাইডিং কর্মকর্তারা নিবাচনী ফলাফল ঘোষণা করেন।

১নং ওয়ার্ডে সভাপতি পদে আবুল হোসেন পেয়েছেন ১১৭ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মিকাইল শেখ পেয়েছেন ৮৩ ভোট, সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী মোঃ দেলোয়ার হোসেন। ২নং ওয়ার্ডে সভাপতি পদে কাজী জাহিদুল হক পেয়েছেন ৭২ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মোহাম্মদ আলী ৬৬ ভোট, সাধারণ সম্পাদক পদে শামীম হাওলাদার পেয়েছেন ৭৪ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি নুর মোহাম্মদ শেখ পেয়েছেন ৬১ ভোট। ৩নং ওয়ার্ডে সভাপতি প্রার্থী মনিরুজ্জামান মনি পেয়েছেন ৫৮ ভোট, সাধারণ সম্পাদক পদে মোঃ আজিজুল শেখ পেয়েছেন ৬৯ ভোট। ৪নং ওয়ার্ডে সভাপতি পদে মোঃ আজিজ খান পেয়েছেন ৮০ ভোট, সাধারণ সম্পাদক মোস্তাক আলী পেয়েছেন ৫৫ ভোট। ৫নং ওয়ার্ডে সভাপতি মহব্বত আলী, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান। ৬নং ওয়ার্ডে সভাপতি আলম শেখ, সাধারণ সম্পাদক বাচ্চু শেখ। ৭নং ওয়ার্ডে সভাপতি হারুন শেখ, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন। ৮নং ওয়ার্ডে সভাপতি লিটন শেখ, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান। ৯নং ওয়ার্ডে সভাপতি মোঃ ওহিদুজ্জামান, সাধারণ সম্পাদক মাহাতাব শেখ।

বাগেরহাট জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও প্রধান সমন্বয়ক এম এ সালাম বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, শান্তিপূর্ণভাবে প্রতিটি ওয়ার্ডে ভোট গ্রহণ চলছে। আমরা আশাবাদী এখান থেকে যারা সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হবে তারা দলের জন্যই ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে। তৃণমূলের নেতা কর্মীরা ঐক্যবদ্ধ থাকলে সব অপশক্তি আমরা রাজপথে মোকাবেলা করতে পারব।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102