শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৩:১২ অপরাহ্ন

রামপালে সংখ্যালঘু পরিবারের জমি দখলের চেষ্টাঃঅভিযোগ দায়ের।

মোঃ মাসুম শেখ,(মোংলা,রামপাল)প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫
রামপালে সংখ্যালঘু পরিবারের জমি দখলের চেষ্টাঃঅভিযোগ দায়ের।
বাগেরহাটের রামপালে স্থানীয় বিএনপি নেতা আকবর হোসেন আকো ওরফে আকো মেম্বর ও তার অনুসারীদের বিরুদ্ধে অসহায় হিন্দু পরিবারের জমি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে। এ বিষয়ে গত (৮ ই জানুয়ারি) ভুক্তভোগী নারী উপজেলার ভাগা এলাকার মৃত নরেন্দ্রনাথ মন্ডলের মেয়ে তিথি মজুমদার সহকারী পুলিশ সুপার (মোংলা সার্কেল) বরাবর প্রভাবশালী বিএনপি নেতা আকবর হোসেন আকো এবং তার অনুসারী ফিরোজ মল্লিক, নাসির সরদার, আকবর শেখ, হালিম শেখ, সেকেন্দার সরদার ও পরিতোষ মন্ডলের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। বর্তমানে পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় রয়েছে বলে পরিবারের লোকজন জানিয়েছেন।
              সহকারী পুলিশ সুপার (রামপাল-মোংলা সার্কেল) বরাবর দায়েরকৃত লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন যে, তার পৈতৃক ওয়ারেশ সূত্রে প্রাপ্ত সুলতানিয়া মৌজায় ২.৭৫ একর সম্পত্তি রয়েছে- যা তারা বিগত শতবছর ধরে শান্তিপূর্ণভাবে ভোগ দখল করে আসেছে। জমির কিছু অংশে অন্য শরীকদের ৪ টি বসতবাড়ী এবং তার দখলীয় জমিতে পৃথক মৎস্য ঘের অবস্থিত। জমিতে বিবাদী পক্ষ বা তৎপক্ষে অন্য কারো সত্ব দখল অধিকার নেই। কিন্তু বিবাদী আকো মেম্বরসহ আরও কয়েকজন হঠাৎ করে গত ইং (১৬-১২-২০২৪) তারিখে জমিতে বাঁশ খুটি দ্বারা ঘেরের বাসাঘর তৈরির উদ্যোগ নেয়। তখন সে তৎক্ষনাৎ বিষয়টি বাগেরহাট জেলা পুলিশ সুপারকে মোবাইল ফোনে অবহিত করলে তিনি ঘটনাস্থলে রামপাল থানা হতে পুলিশ প্রেরণ করেন। পুলিশ আসার পূর্বেই বিবাদী পক্ষ ঘরের অবকাঠামো তৈরি করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরবর্তীতে গত (১৭-১২-২০২৪) তারিখে দিবাগত রাত ৩ টার দিকে টিন দ্বারা ঘরের ছাউনী দেয়। ঐ মৎস্য ঘেরে তার অনেক টাকার মাছ এবং কাকড়া আছে- যা বিবাদী পক্ষ আত্মসাৎ করেছে। তিনি লিখিত অভিযোগে আরো উল্লেখ করেন যে, সে এক অসহায় নারী, পক্ষান্তরে বিবাদী পক্ষ ধনে জনে প্রভাবশালী। এ কারণে তিনি স্থানীয় ভাবে নালিশ জানাইয়া কোনরূপ প্রতিকার পায় নাই। তুলি মন্ডল নামে আরেক সংখ্যালঘু নারী সাংবাদিকদের জানান যে, আকো বাহিনীর জোর করে তাদের মৎস্য ঘেরের মাছ মেরে নিয়ে গেছে এবং তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করার কারণে সন্ত্রাসী আকো বাহিনী তাদের বাড়িতে এসে হুমকি-ধামকি দিচ্ছে এবং পথ-ঘাটে তার পিতা ও পরিবারের সদস্যদের ভয়ভীতি দিচ্ছে। এমনকি তাদের বাড়ী থেকে তাদের তুলে নিয়ে যাওয়ার হুমকি দিচ্ছে। স্থানীয় আরেক বাসিন্দা আবেদা বেগম সাংবাদিকদের জানান যে, তার ও এখানে তিন বিঘার একটি মৎস্য ঘের রয়েছে। তিনি বলেন যে ,আকো ও তার সংগীয় লোকজন তার স্বামীকে মারতে ধরতে গেছে এবং পাঁচ দিনের মধ্যে তার মৎস্য ঘের ছেড়ে দিতে হুমকি দিয়েছে। আকো বাহিনী জোর করে তাদের মৎস্য ঘেরে বাসা বেধেছে এবং নানা ধরনের ভয়-ভীতি ও হুমকি দিচ্ছে বলে তিনি আকো ও তার সহযোগীদের বিরুদ্ধে সাংবাদিকদের কাছে অভিযোগ করেন।
                  এ বিষয়ে আকবর হোসেন আকো জানান, তিনি সেখানে ঘর বেঁধেছেন । ঐ ঘেরে তার বৈধ জমি রয়েছে এবং জমির বৈধ কাগজ পত্রও রয়েছে।
                 এ বিষয়ে সহকারী পুলিশ সুপার (রামপাল-মোংলা সার্কেল) মুশফিকুর রহমান তুষার সাংবাদিকদের জানান যে, উপরোক্ত বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। উভয় পক্ষকে জমির সঠিক কাগজপত্র নিয়ে হাজির হওয়ার জন্য বলা হয়েছে। কাগজপত্র যাচাই করে সঠিক জমির মালিক জমি বুঝিয়ে দেয়া হবে।
আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102