ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব আমিনুল ইসলাম তার নির্বাচনি প্রচারণা শুরু করেছেন।
বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) বিকেলে নাচোল বাসস্ট্যান্ডের দলীয় কার্যালয় থেকে দলীয় নেতাকর্মীদের ব্যানারে একটি নির্বাচনি পথসভা বের হয়ে রেলস্টেশন হাট চাতালে এসে শেষ হয়। এ সময় উপজেলা বিএনপির সাবেক সভাপত অ্যাডভোকেট মইনুল ইসলামের সভাপতিত্বে এবং জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাসান ইমতিয়াজের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এমপি প্রার্থী আমিনুল ইসলাম। তিনি সকলের কাছে দলমত নির্বিশেষে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন। নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, রাগ-বিবাদ ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করতে হবে, এবং কোনো ধরনের অনিয়ম বা আচরণবিধি লঙ্ঘন যেন না হয়।
এ সময় উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইয়াসিন আলী মাস্টার, পৌর বিএনপির সভাপতি মোসাদ্দেকুর রহমান, সাধারণ সম্পাদক দুরুল হোদা, উপজেলা সাংগঠনিক সম্পাদক নুর কামাল, কসবা ইউনিয়ন বিএনপির সাবেক চেয়ারম্যান আব্দুস সালামসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে সকালেও তিনি নিজের বাসভবন ঝিকড়া গ্রামে নেতাকর্মীদের নিয়ে দোয়া ও মোনাজাতের মাধ্যমে নির্বাচনি প্রচারণা শুরু করেন।