নির্বাচনি প্রচারণার প্রথম দিনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে যশোর-৫ (মণিরামপুর) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী অ্যাডভোকেট গাজী এনামুল হক (দাঁড়িপাল্লা) এবং স্বতন্ত্রপ্রার্থী উপজেলা বিএনপির বহিষ্কৃত সভাপতি অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেনকে (কলস) ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে মণিরামপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহিন দায়ান আমিন ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশীষ কুমার দাস মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানার টাকা আদায় করেন।
জানা গেছে, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে শহীদ ইকবাল হোসেনের কলস প্রতীকের পক্ষে মণিরামপুর পৌরশহরে গণমিছিল বের করা হয়। এতে কয়েক হাজার নারী-পুরুষ অংশ নেন। মিছিল চলাকালে যশোর-সাতক্ষীরা মহাসড়কে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকায় যাত্রীদের দুর্ভোগের মধ্যে পড়তে হয়।
এরপর কলস প্রতীকের মিছিল শেষ হওয়ার পর গাজী এনামুল হকের ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের পক্ষে গণমিছিল বের করা হয়। এতে মহাসড়কে যানজট আরও মারাত্মক আকার ধারণ করে।
এই সময় জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশীষ কুমার দাসের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে জামায়াতে ইসলামীর প্রার্থী অ্যাডভোকেট গাজী এনামুল হকের প্রতিনিধি আহসান হাবীব লিটনের কাছ থেকে ৮০ হাজার টাকা জরিমানা আদায় করেন।
অন্যদিকে, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহিন দায়ান আমিনের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের অভিযানের মাধ্যমে স্বতন্ত্রপ্রার্থী শহীদ ইকবাল হোসেনের প্রতিনিধি নিস্তার ফারুকের কাছ থেকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
মণিরামপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহিন দায়ান আমিন জানান, নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের জন্য আলাদা ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মোট ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।