নিরাপত্তাশঙ্কায় আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কট করল বাংলাদেশ। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, বাংলাদেশ দল বিশ্বকাপে খেলার জন্য পুরোপুরি প্রস্তুত থাকলেও তারা ভারতে গিয়ে খেলতে ইচ্ছুক নয়। বরং নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে শ্রীলঙ্কায় খেলার জোরালো দাবি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে জাতীয় দলের ক্রিকেটারদের একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে উপদেষ্টা জানান, বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশ দলের ভারত সফরের বিষয়ে সরকারের সায় নেই। মূলত এরপরই বিসিবি সভাপতি আইসিসিকে তাদের অনড় অবস্থানের কথা পুনরায় জানিয়ে দেওয়ার ঘোষণা দেন।
বুলবুল বলেন, আমাদের দল প্রস্তুত আছে। আমরা বিশ্বকাপে খেলতে চাই, তবে ভারতে নয়—শ্রীলঙ্কায়। আমরা এখনই হাল ছাড়ছি না এবং শ্রীলঙ্কায় খেলার বিষয়ে আমাদের লড়াই চালিয়ে যাব।
সম্প্রতি আইসিসির বোর্ড সভায় ভোটাভুটির মাধ্যমে বাংলাদেশের শ্রীলঙ্কায় খেলার দাবি খারিজ হয়ে যায়। এরপর আইসিসি বাংলাদেশকে সিদ্ধান্ত জানানোর জন্য ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিলেও তা মানতে নারাজ বিসিবি।
আমিনুল ইসলাম বুলবুলের মতে, একটি বৈশ্বিক প্রতিষ্ঠান হিসেবে আইসিসি এভাবে সময় বেঁধে দিতে পারে না।
তিনি আরও যোগ করেন, ক্রিকেটের জনপ্রিয়তা কমে যাওয়া সত্ত্বেও বাংলাদেশের মতো ক্রিকেটপাগল দেশকে বাদ দিয়ে বিশ্বকাপ আয়োজন করা হবে আইসিসির চরম ব্যর্থতা।