ঢাকা-৭ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী হাজী এনায়েত উল্লাহর নির্বাচনি সমাবেশ থেকে অস্ত্রসহ তিনজনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাতে জামায়াতের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়। তবে তাৎক্ষণিকভাবে আটক ব্যক্তিদের নাম–পরিচয় জানা যায়নি। বর্তমানে তারা চকবাজার থানা হেফাজতে রয়েছেন।
দলীয় সূত্র জানায়, বৃহস্পতিবার হাজী এনায়েত উল্লাহর নির্বাচনি সমাবেশ চলাকালে অস্ত্রসহ ওই তিনজনকে আটক করা হয়। এ বিষয়ে পরে আনুষ্ঠানিকভাবে ব্রিফিং করা হবে বলে জানানো হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চকবাজার থানা জামায়াতের আমির আনিসুর রহমান বলেন, ঢাকা-৭ আসনে জামায়াত মনোনীত প্রার্থী হাজী এনায়েত উল্লাহর নির্বাচনি সমাবেশ থেকে অস্ত্রসহ তিনজনকে আটক করা হয়েছে। তারা বর্তমানে চকবাজার থানা হেফাজতে আছেন।