চৌদ্দগ্রাম উপজেলার ১২নং চিওড়া ইউনিয়নে ভূর্মিহীন ও গৃহহীন পরিবারের জন্য নিমার্নাধীন ঘর পরিদশর্ন করেন এনডিসি।
লুৎফুর রহমান রাকিব কুমিল্লা জেলা চৌদ্দগ্রাম প্রতিনিধিঃ
কুমিল্লা জেলা চৌদ্দগ্রাম উপজেলার ১২নং চিওড়া ইউনিয়নে ভূর্মিহীন ও গৃহহীন পরিবারের জন্য নিমার্নাধীন বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর আশ্রহরন প্রকল্পে ঘর পরিদর্শন করেন চট্টগ্রামের মাননীয় বিভাগীয় কমিশনার জনাব মো কামরুল হাসান এনডিসি এসময় সাথে ছিলেন।
কুমিল্লা মান্যবর জেলা প্রশাসক জনাব মো কামরুল হাসান সহ জেলা প্রশাসনের উধর্তন কর্মকর্তাবৃন্দ। ঘরের নিমার্ন কাজ দেখে বিভাগীয় কমিশনার স্যার সন্তোষ প্রকাশ করেন।
এবং বিভিন্ন নির্দেশনা প্রদান করেন।পরিদর্শন শেষ কমিশনার স্যার ও ডিসি স্যার আশ্রয়নের সামনে ফলজবৃক্ষ রোপন করেন।
উল্লেখ্য চৌদ্দগ্রাম উপজেলায় শ্রেনীর ভূর্মিহীন ও গৃহহীন পরিবারের জন্য ২৩০টি ঘর নির্মিত হচ্ছে।