এজি লাভলু:
কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলাস্থ কচাকাটা থানার স্বেচ্ছাসেবী সংগঠন “কচাকাটা পেশাজীবি ফাউন্ডেশন”র উদ্যোগে ২৫০ শতাধিক গরীব মানুষের মধ্যে ইদ সামগ্রী বিতরণ করা হয়।
কচাকাটা থানার কেডিএস স্কুল প্রাঙ্গনে ১৯ জুলাই সকাল ১০ ঘটিকায় উক্ত বিতরণ কার্যক্রম উদ্ধোধন করেন সংগঠন “কচাকাটা পেশাজীবি ফাউন্ডেশন”র সভাপতি এবং বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মোঃ নুর ইসলাম।
এসময় আরও উপস্থিত ছিলেন “কচাকাটা পেশাজীবি ফাউন্ডেশন”র সাধারণ সম্পাদক এসএম আতাউর রহমান, সহ-সভাপতি হাফিজ মন্ডল, সাংবাদিক নেতা চঞ্চল, রফিকুল, নুরে আলম, শিক্ষক রফিকুজ্জামান, আমিনুর, আলতাফ, প্রভাষক আজাদ, আনিসুর, কাজী নজরুল, ব্যাংকার রুহুল, মিলন, অডিটর শাহীন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
“কচাকাটা পেশাজীবি ফাউন্ডেশন”র সভাপতি ও সাধারণ সম্পাদক জানান, আমাদের এ সংগঠন সবসময় অসহায় মানুষের পাশে দাড়ায়। তারা আরও জানান, আমাদের এ রকম সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে।