সরকার করোনা মোকাবেলায় ব্যর্থতার পরিচয় দিয়েছে:ব্যারিস্টার মাববুব উদ্দিন খোকন।
নোয়াখালী প্রতিনিধিঃ
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেছেন, সরকার করোনা মোকাবেলায় ব্যর্থতার পরিচয় দিয়েছে। করোনা বিএনপি আর খালেদা জিয়া নয় যে, পুলিশ দিয়ে পিটিয়ে ঠান্ডা করা যাবে।
মঙ্গলবার (২০ জুলাই) দুপুর দেড়টার দিকে চাটখিল ও সোনাইমুড়ী উপজেলায় করোনা আক্রান্তদের সহযোগিতা, টিকা রেজিস্ট্রেশন, অক্সিজেন সিলিন্ডার সরবরাহ করার জন্য করোনা হেল্প ডেস্ক ও অক্সিজেন ব্যাংক উদ্বোধন কালে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, দেশের মানুষ চরম দুখ কষ্টে আছে। লক ডাউনে সরকার আর্থিক ও খাদ্য সহায্য করছেনা।
চাটখিল উপজেলা বিএনপির সভাপতি মোস্তফা কামালের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার বিএসসি, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আব্দুর রহমান প্রমূখ।