সৌদির সাথে মিল রেখে নোয়াখালীর ৯ মসজিদে ঈদের নামাজ আদায়।
নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীতে সৌদি আরবের সঙ্গে মিল রেখে এক দিন আগেই মঙ্গলবার সকালে পবিত্র ঈদুল আজহা উদযাপন করছে ৯টি মসজিদের মুসল্লিরা।
মঙ্গলবার (২০ জুলাই) সকাল ৮টায় বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বসন্ত বাগ গ্রামস্থ সিনিয়র মাদ্রাসা জামে মসজিদ, বসন্তবাগ পোদ্দার বাড়ি জামে মসজিদ, বসন্তবাগ গ্রামের নগর বাড়ির দরজা জামে মসজিদ বসন্তবাগ গ্রামের ভূঁইয়া বাড়ির দরজা জামে মসজিদ,পশ্চিম বসন্তকাগ গ্রামের মুন্সি বাড়ির দরজা জামে মসজিদ,ফাজিলপুর গ্রামের দায়রা বাড়ির জামে মসজিদ বেগমগঞ্জের জিরতলী ইউনিয়নের ফাজিলপুর গ্রাম জামে মসজিদ ও নোয়াখালী পৌরসভা লক্ষীনারায়নপুর গ্রামের দায়রা বাড়ি কাছারীঘর, লক্ষীনারায়নপুর গ্রামের দায়রা বাড়ি কাছারীঘর, হরিণারায়নপুর জামে মসজিদে ঈদুল আজহার নামাজের জামায়াত অনুষ্ঠিত হয়।
স্থানীয়দের ভাষ্যমতে, স্বাস্থ্যবিধি মেনে সৌদি আরবের সাথে মিল রেখে পুলিশ প্রশাসনের সহযোগিতায় সুশৃঙ্খল ভাবে ঈদ-উল আজহার জামাত অনুষ্ঠিত হয়।
স্থানীয়রা আরও জানান, বসন্ত বাগ গ্রামের ঈদের জামাতে ১০০-১৫০ জন মুসল্লি, নোয়াখালী পৌরসভা হরিনারায়ণ পুর ব্যান্ডার মসজিদের পূর্ব পাশে দায়রা ঘরে ২২জন মুসল্লি, জিরতলী ফাজিলপুর গ্রামের মসজিদে ৮০০-১০০ জন মুসল্লি ঈদুল আজহার নামাজ আদায় করেন।
নোয়াখালী ডিআইও-১ ডিএসবি মো.ফজলে রাব্বী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ৯টি মসজিদের মুসল্লিরা সৌদির সঙ্গে মিল রেখে ঈদ-উল আজহা উদযাপন করেছে।