শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১০:৩১ অপরাহ্ন

ভোটের জন্য লক্ষ্মীপুরে জামায়াত প্রার্থীদের মোটরসাইকেল শোভাযাত্রা

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫

দাঁড়িপাল্লায় “ভোট চেয়ে পরিবর্তনের পথে অগ্রযাত্রা” স্লোগানে লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের জামায়াত প্রার্থী ড. মোহাম্মদ রেজাউল করিম নির্বাচনী এলাকায় মোটরসাইকেল শোভাযাত্রা করেছেন। একই সময়ে লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনের জামায়াত প্রার্থী এআর হাফিজ উল্লাহ তার নির্বাচনী এলাকায় মোটরসাইকেল শোভাযাত্রা পরিচালনা করেন।

 

শনিবার (২২ নভেম্বর) সকাল ১০টায় বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে জেলা শহরের ইটেরপুল থেকে রেজাউল করিমের শোভাযাত্রা শুরু হয়। একই সময়ে কমলনগরের তোরাবগঞ্জ বাজার থেকে হাফিজ উল্লাহর শোভাযাত্রা শুরু হয়।রেজাউল করিম ঢাকা মহানগরী উত্তর জামায়াতের সেক্রেটারি ও লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী। হাফিজ উল্লাহ জেলা জামায়াতের সেক্রেটারি এবং লক্ষ্মীপুর-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী।

শোভাযাত্রা শেষে ঝুমুর এলাকায় রেজাউল করিম নির্বাচনী এলাকার উন্নয়ন পরিকল্পনা ও ভাবনা তুলে ধরেন।

এসময় উপস্থিত ছিলেন- জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি নাসির উদ্দিন মাহামুদ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি মমিন উল্লাহ পাটওয়ারী, শহর জামায়াতের আমীর আবুল ফারাহ নিশান, সেক্রেটারি হারুনুর রশীদ, শহর শিবির সভাপতি ফরিদ উদ্দিন ও সেক্রেটারি আব্দুল আউয়াল হামদু প্রমূখ।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102