ভোলা জেলার চরফ্যাশন উপজেলার চর মাদ্রাজ উপকূল থেকে মাছ ধরতে গিয়ে ১৫ জেলে নিখোঁজ হয়েছেন। টানা ১২ দিন পার হলেও তাদের কোনো খোঁজ মেলেনি। এতে পরিবারগুলো চরম উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন।
নৌকার মালিক দেলোয়ার হোসেন জানান, গত সোমবার চরফ্যাশন থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার জন্য অভিযোগপত্র জমা দিয়েছেন। তবে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, তাদের থানায় এখনো কোনো জিডি হয়নি।অভিযোগপত্র থেকে জানা যায়, ১০ নভেম্বর রাত ৮টার দিকে মাঝি ফারুক (৪৫) চর মাদ্রাজের সাম্রাজ মৎস্যঘাট থেকে পাঁচ দিনের খাদ্যসামগ্রী নিয়ে মাছ ধরার উদ্দেশে সাগরে রওনা দেন। এরপর থেকেই তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
দেলোয়ার হোসেন জানান, ‘ফারুক মাঝির ফোন বন্ধ পাওয়ার পর আমরা উদ্বিগ্ন হয়ে পড়ি। পরিবারের সদস্য ও স্থানীয়দের সঙ্গে আলোচনার পর থানায় জানাতে কিছুটা দেরি হয়েছে।’চরফ্যাশন থানা-পুলিশ নিখোঁজের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, তাদের উদ্ধারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নিখোঁজ জেলেদের বাড়ি লালমোহন উপজেলার ধলীগৌড়নগর ইউনিয়নে। তাদের মধ্যে রয়েছেন ফারুক মাঝি, আলম মাঝি, মাসুদ, আবদুল মালেক, মো. ফারুক, নুরুল্লাহসহ মোট ১৫ জন। পরিবারগুলোর দাবি, প্রতিদিন কান্না, দুশ্চিন্তা ও অপেক্ষার মধ্যেই সময় কাটছে তাদের।
নিখোঁজ ফারুক মাঝির ছেলে আবদুর রাজ্জাক বলেন, ‘১০ নভেম্বর ‘মা বাবার দোয়া’ নামে আমাদের ফিশিং বোটটি ১৫ জনকে নিয়ে সাগরে যায়। থানায় জিডি করেছি, আত্মীয়স্বজনকে জানিয়েছি, ফেসবুকেও পোস্ট দিয়েছি; তবু এখনো কোনো খবর নেই।’