শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১০:৪২ অপরাহ্ন

ডিবি হেফাজতে আসামির মৃত্যু, তদন্তে কমিটি

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫

রাজধানীর পল্লবীতে যুবদল নেতা গোলাম কিবরিয়া (৪৭) হত্যা মামলায় গ্রেপ্তার মোক্তার হোসেন (৪০) ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ, ডিবির হেফাজতে মারা গেছেন। গতকাল শুক্রবার ডিএমপি মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। ঘটনার পরিপ্রেক্ষিতে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

 

নিহত গোলাম কিবরিয়া পল্লবী থানা যুবদলের সদস্যসচিব ছিলেন এবং পেশাগতভাবে চিকিৎসা সরঞ্জাম সরবরাহের ব্যবসা করতেন। গত সোমবার সন্ধ্যায় মিরপুর ১২ নম্বর সেকশনে একটি স্যানিটারি দোকানে ঢুকে মুখোশধারী তিন সন্ত্রাসী কাছ থেকে গুলি করে তাকে হত্যা করে। এ ঘটনায় কিবরিয়ার স্ত্রী সাবিহা আক্তার পাঁচজনের নাম উল্লেখ করে এবং আরও সাত থেকে আটজন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করে মামলা করেন। তদন্তের স্বার্থে মামলাটি পরে ডিবিতে হস্তান্তর করা হয়।

ডিবি পুলিশ গত বৃহস্পতিবার শরীয়তপুরে অভিযান চালিয়ে নজরুল, মাসুম ও জামান নামে তিনজনকে গ্রেপ্তার করে। তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকা-ে নিজেদের সম্পৃক্ততার কথা জানান এবং দাবি করেন, হত্যাকা-ে ব্যবহৃত অস্ত্র ও গুলি মোক্তারের কাছে আছে। এর ভিত্তিতে ডিবি পল্লবীর একটি গ্যারেজে অভিযান চালালে মোক্তার পালানোর চেষ্টা করেন। স্থানীয়দের সহায়তায় তাকে আটক করা হয়। এ সময় উত্তেজিত জনতা তাকে মারধর করে বলে ডিএমপি জানিয়েছে। পরে মোক্তারের তথ্য অনুযায়ী একটি রিকশা গ্যারেজ থেকে পিস্তলের আটটি গুলি উদ্ধার করা হয়। পরে মোক্তারকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

ডিএমপির ভাষ্য অনুযায়ী, গত বৃহস্পতিবার রাত দেড়টার দিকে তিনি অসুস্থ হয়ে পড়েন। তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসকেরা প্রাথমিকভাবে পরীক্ষা-নিরীক্ষা শেষে কিছু ওষুধ দিয়ে তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেন। পরে তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

ডিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল সকাল ১০টার দিকে খাবার খাওয়ার জন্য মোক্তারকে ডাকাডাকি করা হয়। কোনো সাড়াশব্দ না পাওয়ায় পুলিশ সদস্যরা দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। মোক্তারের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ঘটনার পর ডিএমপি তিন সদস্যের একটি তদন্ত কমিটি করেছে। কমিটির প্রধান করা হয়েছে ডিএমপির অতিরিক্ত কমিশনার (প্রশাসন) মো. সরওয়ারকে। কীভাবে মোক্তারের মৃত্যু হয়েছে, তা খতিয়ে দেখবে কমিটি।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102