শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১১:৩৯ অপরাহ্ন

দীর্ঘ দেড় যুগ পর বাগেরহাটে রেড ক্রিসেন্ট সোসাটির নির্বাচন অনুষ্ঠিত

মোঃ তরিকুল মোল্লা,(ফকিরহাট, বাগেরহাট সদর) প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫

দীর্ঘ দেড় যুগ পর রেড ক্রিসেন্ট সোসাইটি বাগেরহাট ইউনিটের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

নির্বাচনে ভোটারদের তঃস্ফুর্ত উপস্থিতিতে প্রত্যক্ষ ভোটে ভাইচ চেয়ারম্যান পদে মোস্তাহিদুল আলম রবি ও সাধারণ সম্পাদক পদে মোঃ মাহাবুবুর রহমান টুটুল
নির্বাচিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে
বাগেরহাট স্বাধীনতা উদ্যানে এ নির্বাচন সম্পন্ন হয়।
মোট ২৭১২ জন ভোটারের মধ্যে ৭৮২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

ভাইস চেয়ারম্যান পদে মোঃ মুস্তাহিদুল আলম রবি পেয়েছে ৪৪১ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ এসকেন্দার হোসেন পেয়েছেন ৩০৮ ভোট।
সাধারণ সম্পাদক পদে মাহবুব রহমান টুটুল পেয়েছেন ৩৯৮ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ কামরুজ্জামান পেয়েছেন ২১১ ভোট।
সদস্য পদে নির্বাচিত হয়েছেন এস এম মাহাবুব মোর্শেদ লালন ৫১০ ভোট,
ফারুকুজ্জামান বাপ্পী ৪৩২ ভোট, রেহানা পারভীন (লাকী) ৩১৭ ভোট, মোঃ আল আমিন সরদার ৩১১ ভোট, নার্গিস আক্তার ইভা ২৯৬ ভোট পেয়ে নির্বাচিত
হয়েছেন।

পদাধিকার বলে জেলা প্রশাসক এই কমিটির চেয়ারম্যান।

রাত সাড়ে আট টায়
প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক সাউফুদ্দিন নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102