শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ১২:২৫ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ে বিজিবির মাদকবিরোধী অভিযানে আটক ৩

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫

ঠাকুরগাঁওয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (৫০ বিজিবি) মাদকবিরোধী অভিযানে ইয়াবা, বিপুল পরিমাণ নিষিদ্ধ নেশাজাতীয় ট্যাবলেট ও দুটি চোরাই মোটরসাইকেলসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

 

মঙ্গলবার (১৮ নভেম্বর) গভীর রাতে জেলার বালিয়াডাঙ্গী উপজেলার বেউরঝারী সীমান্তের ৩৮১ নম্বর মেইন পিলার থেকে প্রায় ২ কিলোমিটার বাংলাদেশ অভ্যন্তরে উদয়পুর মাহাতবস্তি এলাকায় এ অভিযান পরিচালনা করে ৫০ বিজিবি। এ সময় তিনজনকে হাতেনাতে আটক করা হয়।আটকদের কাছ থেকে ইয়াবা ট্যাবলেট, ৪০০ পিস নিষিদ্ধ ডেক্সামেথাসন ট্যাবলেট এবং ২টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।আটককৃতরা হলেন, বালিয়াডাঙ্গী উপজেলার হরিণমারি বারসা গ্রামের মৃত নুর মোহাম্মদের ছেলে রেজাউল করিম (৩২), মোড়লহাট পাড়োয়া গ্রামের আব্দুল মজিদের ছেলে আলী হোসেন (৫০) এবং মোড়লবস্তি গ্রামের মৃত সাবের আলীর ছেলে হাকিম (২৪)।ঠাকুরগাঁও-৫০ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজীর আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে জব্দকৃত মাদকদ্রব্য ও মোটরসাইকেলসহ তাদের বালিয়াডাঙ্গী থানায় হস্তান্তর করা হয়েছে। তিনি আরও বলেন, ‘সীমান্ত এলাকায় মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102