শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০১:১৪ পূর্বাহ্ন

প্রবাসী স্বামীকে গ্রেপ্তারের ‘এআই ভিডিও’ দেখিয়ে স্ত্রীর কাছ থেকে নেওয়া হলো টাকা

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫

রাজশাহীর বাগমারায় স্বপ্না খাতুন নামে এক গৃহবধূকে তার প্রবাসে অবস্থানরত স্বামীকে গ্রেপ্তারের ভিডিও দেখিয়ে ৫৫ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। তবে পরে প্রতারণার বিষয়টি তারা বুঝতে পারেন। ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) মাধ্যমে তৈরি বলে ধারণা করছে পুলিশ।

এ ঘটনায় রোববার (১৬ নভেম্বর) রাতে বাগমারা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ওই গৃহবধূ।

 

স্বপ্না খাতুন উপজেলার চানপাড়া গ্রামের হাফিজুর রহমানের স্ত্রী। হাফিজুর রহমান বর্তমানে সৌদি আরবে কাজ করেন।

 

পুলিশ ও অভিযোগ সূত্রে জানা গেছে, রোববার সকালে ইমো অ্যাপে হাফিজুরের নম্বর থেকে তার স্ত্রী স্বপ্নার কাছে একটি ভিডিও কল আসে। কলটির রিসিভের পর অপর প্রান্ত থেকে একটি ভিডিও দেখানো হয়। এতে দেখা যায়, হাফিজুরের হাতে হ্যান্ডকাপ এবং তিনি কান্নাকাটি করছেন। এসময় অপর প্রান্ত থেকে স্বপ্নাকে জানানো হয়, তার স্বামীকে গ্রেপ্তার করেছে সৌদি পুলিশ; ছাড়াতে ৫৫ হাজার টাকা পাঠাতে হবে। আর দ্রুত টাকা না পাঠালে হাফিজুরকে কারাগারে পাঠানো হবে। পরে স্বপ্নাকে একটি মোবাইল ব্যাংকিং নম্বর দেওয়া হয়।স্বজনদের পরামর্শে টাকা পাঠানোর সিদ্ধান্ত নেন স্বপ্না। দুই দফায় তিনি ওই নম্বরে ৫৫ হাজার টাকা পাঠান। এরপর দুপুরের দিকে ইমো অ্যাপে যোগাযোগ করেন তিনি, তবে সেটি বন্ধ পাওয়া যায়। পরে সন্দেহ হলে হাফিজুরের নম্বরে সরাসরি ফোন দেন স্বপ্না। তখন প্রতারণার বিষয়টি তারা বুঝতে পারেন।

স্বপ্না খাতুন বলেন, হাফিজুর ইমো অ্যাপ ব্যবহার করে নিয়মিত তার সঙ্গে কথা বলেন। ওই নম্বর থেকেই রোববার তার সঙ্গে কথা বলা হয়েছে। তাকে যে ভিডিও দেখানো হয়েছে, তা তার স্বামীরই বলে মনে হয়েছে।

বাগমারা থানার ওসি তৌহিদুল ইসলাম বলেন, সম্ভবত কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) মাধ্যমে ভিডিওটি তৈরি করে ওই গৃহবধূকে দেখিয়ে প্রতারক টাকা হাতিয়ে নিয়েছে। ওই প্রতারক চক্রের খোঁজ বের করার চেষ্টা চলছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102