শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০১:১৪ পূর্বাহ্ন

শেখ হাসিনার ফাঁসির রায়ে নাটোরে মিষ্টি বিতরণ

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫

মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির রায় ঘোষণাকে কেন্দ্র করে নাটোরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সোমবার (১৭ নভেম্বর) দুপুরে শহরের কানাইখালী পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় বিএনপির নেতাকর্মীরা সাধারণ মানুষের মাঝে মিষ্টি বিতরণ করেন এবং আনন্দ মিছিল বের করেন। জেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ সহযোগী বিভিন্ন সংগঠন পৃথকভাবে এসব কর্মসূচিতে অংশ নেয়।

 

আনন্দ মিছিলে অংশ নেওয়া নেতারা বলেন, ফ্যাসিবাদী শেখ হাসিনা দেশের ছাত্র-জনতা ও নিরীহ মানুষের ওপর গুলি চালিয়ে হত্যা করেছে। হাজার হাজার মানুষের ওপর জুলুম-নির্যাতন চালিয়েছে। আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে তার ফাঁসি ঘোষণা হয়েছে—এ রায়ে মানুষ সন্তুষ্ট। দ্রুত তাকে দেশে ফিরিয়ে এনে জনসম্মুখে এ রায় কার্যকর করতে হবে।এতে উপস্থিত ছিলেন নাটোর সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফয়সালা আলম আবুল, জেলা ছাত্রদলের সভাপতি মো. কামরুল ইসলাম, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মারুফ হোসেন সৃজন, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. কামিল ব্যাপারী, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মো. কাজল ব্যাপারীসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।এর আগে সোমবার দুপুরে জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলার রায় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। দুটি অভিযোগে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশাপাশি এই মামলার অন্য দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।রায়ে ট্রাইব্যুনাল বলেছেন, শেখ হাসিনাসহ তিন আসামির অপরাধ প্রমাণিত। দুটি অভিযোগে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। একটি অভিযোগে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। অ্যাপ্রুভার (রাজসাক্ষী) হওয়ায় পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল–মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

 

 

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102