ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মোটরসাইকেলে ধাক্কা লাগাকে কেন্দ্র করে মোহাম্মদ দোলোয়ার হোসেন ওরফে দিলু মিয়া (৪৫) নামে এক অটোচালককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
শুক্রবার (১৪ নভেম্বর) দুপুরে উপজেলার আউলিয়া বাজারে এ ঘটনা ঘটে। নিহত দিলু মিয়া উপজেলার পাহাড়পুর ইউনিয়নের চানপুর গ্রামের গ্রাম পুলিশ তোতা মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আউলিয়া বাজারে মোহাম্মদ বিল্লাল মিয়ার কনফেকশনারীর সামনে পার্কিং করা তার মোটরসাইকেলের সঙ্গে একটি অটোরিকশার ধাক্কা লাগে। এতে বিল্লাল মিয়া ক্ষিপ্ত হয়ে অটোচালক মোহাম্মদ দোলোয়ার হোসেন ওরুফে দিলু মিয়াকে পিটিয়ে মারাত্মক আহত করে। আশঙ্কাজনক অবস্থায় তাকে বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দিলু মিয়াকে মৃত ঘোষণা করেন।অভিযুক্ত বিল্লাল মিয়া উপজেলার পাহাড়পুর ইউনিয়নের শান্তামোড়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। ঘটনার পর পরই বিল্লাল পালিয়ে যায়।বিজয়নগর থানার ওসি শহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে তাৎক্ষণিক ফোর্স পাঠানো হয়েছে। নিহতে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।