রাজশাহী মেট্টোপলিটন পুলিশের (আরএমপি) রাজপাড়া থানায় ছেলে তাওসিফ রহমান সুমনকে (১৬) খুনের অভিযোগে মামলা দায়ের করেছেন মহানগর দায়রা জজ আব্দুর রহমান।
শুক্রবার (১৪ নভেম্বর) দুপুরে তিনি মামলার এজাহারে স্বাক্ষর করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) ও হাসপাতালের মর্গ থেকে ছেলের মরদেহ নিয়ে গ্রামের বাড়ি জামালপুরের উদ্দেশ্যে রওয়ানা হন।
পরে রাজপাড়া থানা পুলিশ মামলাটি রেকর্ড করেছে। আরএমপি মুখপাত্র মো. গাজিউর রহমান বিকেলে এই তথ্য নিশ্চিত করেছেন।
আরএমপির মুখপাত্র মো. গাজিউর রহমান জানান, বিচারক নিজে বাদী হয়ে হত্যা মামলা করেছেন। মামলার একমাত্র আসামি লিমন মিয়া (৩৪)। ওই মামলায় তাকে ইতোমধ্যে গ্রেপ্তার দেখানো হয়েছে। পুলিশ হেফাজতে রামেক হাসপাতালে আসামির চিকিৎসা চলছে। চিকিৎসা শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।আদালত সূত্রে জানা যায়, বিচারক আব্দুর রহমান এক বছর আগে শ্রম আদালতের বিচারক হয়ে রাজশাহী আসেন। গত অক্টোবরে তাকে রাজশাহী মহানগর দায়রা জজ পদে পদায়ন করা হয়। রাজশাহী আসার পর তিনি নগরীর তেরখাদিয়া ডাবতলার বহুতল ভবনে ফ্ল্যাট ভাড়া নিয়ে স্ত্রী ও একমাত্র ছেলে তাওসিফ রহমান সুমনকে নিয়ে বসবাস করতেন। তার মেয়ে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। নিহত তাওসিফ রাজশাহী গভ. ল্যাবরেটরি স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।
প্রসঙ্গত, এর আগে বৃহস্পতিবার বেলা আড়াইটার পর রাজশাহী নগরের ডাবতলা এলাকায় মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আবদুর রহমানের ভাড়া বাসায় তার ছেলে তাওসিফ রহমান (সুমন) হত্যার শিকার হয়। এসময় হামলাকারী লিমন মিয়ার আঘতে আহত হন বিচারকের স্ত্রী তাসমিন নাহার।