কিশোরগঞ্জের নিকলীতে নদীর ঘাটে বেঁধে রাখা একটি যাত্রীবাহী ট্রলারে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। এতে ট্রলারটি সম্পূর্ণ পুড়ে যায়। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে উপজেলা সদরের মহরকোনা সংলগ্ন কামালপুর ব্রিজের নিচে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, নৌকার মালিক মো. আবুল কালামের ইঞ্জিনচালিত ট্রলারটি ঘাটে বাঁধা ছিল। গভীর রাতে দুর্বৃত্তরা নৌকায় আগুন ধরিয়ে দ্রুত পালিয়ে যায়। আগুন দেখে স্থানীয়রা চিৎকার করলে আশপাশের মানুষ ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। এ সময় ঘাটে থাকা আবুল কালামের ভাই বাচ্চু মিয়ার আরেকটি নৌকার আংশিক অংশও পুড়ে যায়।
নৌকার মালিকদের দাবি, দুইটি নৌকার ক্ষতি মিলিয়ে প্রায় দুই লাখ টাকার সম্পদ নষ্ট হয়েছে।
ঘটনার পর স্থানীয় প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করেছে।নিকলী থানার ওসি কাজী আরিফ উদ্দিন জানান, ঘটনাটি তদন্ত করা হচ্ছে এবং দোষীদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। পাশাপাশি, থানায় মামলা করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।