সোমবার (৭ই ডিসেম্বর) বাউফল উপজেলা ছাত্র লীগের সহ সভাপতি এবং আলোকিত স্বপ্নের বাংলাদেশ.কম এর রিপোর্টার মোঃনুরুজ্জামান মৃধা এর ২৫তম জন্ম বার্ষিকীতে শুভেচ্ছা জানানো হয়েছে । শুভ জন্মদিন।
সে বাউফল উপজেলায় দলিল লেখক সমিতির সদস্য, এবং আদাবাড়ীয়া ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক, দীর্ঘদিন যাবত ভুড়িয়া বি,এস,মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য সহ ১০৭ নং দক্ষিণ লক্ষীপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সহ সত্য ও ন্যায়ের পক্ষের সময়ের সাহসী সৈনিক, মোঃআবুল কালাম মৃধা এবং সমাজ সেবিকা মোসাঃমাকসুদা বেগম এর ছেলে। তিন ভাই,সে বড়। সাংবাদিক মোঃ নুরুজ্জামান মৃধা ভুরিয়া বি,এস, মাধ্যমিক বিদ্যালয়ে থেকে এস,এসি,পাশ করে, পটুয়াখালী কমলাপুর ধরান্দী কলেজ থেকে এইচ এসি পাশ করে। সে গত তিন বছর ধরে বরিশাল খবর ডটকম, সকালের খবর ডটকম, আলোকিত স্বপ্নের বাংলাদেশ সহ বিভিন্ন জাতীয়, স্থানীয় ও অনলাইন পোর্টালে ফিচার নিউজ লিখে আসছে।