বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ০৬:১১ অপরাহ্ন

সিরাজগঞ্জে ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সিমেন্ট বোঝাই ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। 

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাত সাড়ে ১২টার দিকে উল্লাপাড়া উপজেলার নয়ানগাঁতী কবরস্থান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মাইক্রোবাসচালক মো. মুনছুরুল আলম বাবুল (৪০) ও যাত্রী মানিক চন্দ্র শীল (৪২)। তারা পাবনার আমিনপুর থানার হরিনাথপুর গ্রামের বাসিন্দা। আহত অপর যাত্রী সুমন কুমার দাস (৪২) একই গ্রামের বাসিন্দা। গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয়রা উদ্ধার করে উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গভীর রাতে একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় মাইক্রোবাসের। সংঘর্ষের পরপরই ট্রাকচালক গাড়ি ফেলে পালিয়ে যান।

হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রউফ বলেন, ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। ট্রাকচালক পালিয়ে গেছে। তবে ট্রাকটি জব্দ করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা চলমান রয়েছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102