বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, ‘এ দেশে মুক্তিকামী জনতার উত্থান দেখে কেউ কেউ ফুসফাস করছে। তোমাদের অভ্যন্তরীণ বিষয়ে আমরা নাক গলাবো না, আমাদের অভ্যন্তরীণ বিষয়ে তোমরাও নাক গলাবে না। আমাদের বিষয়ে নাক অনেক গলিয়েছ।’
শনিবার (২৪ জানুয়ারি) রাতে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ মাঠে জেলা জামায়াত আয়োজিত এক নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান অভিযোগ করে বলেন, ‘ঠান্ডা মাথায় জামায়াতে ইসলামীর সাবেক আমির মাওলানা মতিউর রহমান নিজামী ও নায়েবে আমির মাওলানা আব্দুস সুবহানকে হত্যা করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘জামায়াতে ইসলামীর কোনো কর্মীর বিরুদ্ধে চাঁদাবাজি, দখলবাজি কিংবা মামলা বাণিজ্যের কোনো নজির নেই।’ একই সঙ্গে তিনি দুর্নীতি ও অবৈধ পথে অর্থ উপার্জনের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দেন।
ন্যায়বিচার প্রসঙ্গে জামায়াত আমির বলেন, ‘রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রীর মুখ চেয়ে নয়, আমরা ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে চাই। গণভোটে “হ্যাঁ” বলতে হবে। গণভোটে হ্যাঁ মানেই আজাদী। হ্যাঁ ভোট পরাজিত হলে সরকার গঠন করলেও কিছুই হবে না। ১০ দল মানেই বাংলাদেশ—সব দলকে আমরা সমান সম্মান দেব।’
জনসভায় জেলা জামায়াতে ইসলামীর আমির ও পাবনা-৪ আসনের এমপি প্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডলের সভাপতিত্বে এবং সেক্রেটারি অধ্যাপক আব্দুল গাফফার খানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান।
এছাড়াও বক্তব্য রাখেন পাবনা-৫ আসনের এমপি প্রার্থী প্রিন্সিপাল মাওলানা ইকবাল হোসাইন, পাবনা-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন, পাবনা-২ আসনের এমপি প্রার্থী অধ্যাপক কেএম হেসাব উদ্দিন, পাবনা-৩ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের এমপি প্রার্থী মাওলানা আসগর আলী, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগাহ, সাবেক কেন্দ্রীয় সভাপতি ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম এবং কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক হাফেজ আবু মুসা প্রমুখ।