কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে ইউনিয়ন পর্যায়ে সেবা গ্রহীতা ও সেবা প্রদানকারীদের মধ্যে ইন্টারফেস এবং পরিকল্পনা মিটিং অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৩ আগস্ট) দুপুরে ইউনিয়ন পরিষদ মাঠে মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতির আয়োজনে মানুষের জন্য ফাউন্ডেশন ও সুইডিশ ডেভেলপমেন্ট এজেন্সির সহযোগিতায় অনুষ্ঠিত ইন্টারফেস পরিকল্পনা মিটিং এ সভাপতিত্ব করেন, তবকপুর ইউপি চেয়ারম্যান ওয়াদুদ হোসেন মুকুল। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবু সাঈদ সরকার।
এ সময় উপস্থিত ছিলেন, তবকপুর ইউপি সদস্য আব্দুর রাজ্জাক, নুর সালমা বেগম, মকবুল হোসেন, এনামুল হক মানিক, হাবিবুর রহমান, সংরক্ষিত ইউপি সদস্য শাপলা বেগম, তবকপুর ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আছমা বেগম, পরিবার পরিকল্পনা বিভাগের এফডব্লিউএ শাহনাজ বেগম, সংস্থার প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মোহাম্মদ লুৎফর রহমান, প্রকল্প কর্মকর্তা রত্না রানী রায় প্রমুখ।
এএসবিডি/আরএইচএস